coronavirus

বলিউড অনেক আগেই আমায় আইসোলেশনে পাঠিয়েছে: তনুশ্রী দত্ত  

ফেব্রুয়ারিতেই লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি। করোনার জেরে কিছু অনুষ্ঠান বাতিল হয়েছে ‘আশিক বনায়া আপনে’-র নায়িকার। কিন্তু হোম কোয়রান্টিনের একঘেয়েমি কাবু করতে পারেনি তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২০ ১৭:৪৫
Share:

তনুশ্রী দত্ত।

করোনা সংক্রমণের ভয়ে কাঁপছে গোটা দেশ। সেলিব্রিটিরা ঘরবন্দি করেছেন নিজেদের। এতদিন বাড়িতে থেকে হাঁপিয়ে উঠছেন বেশিরভাগই। তবে বঙ্গললনা তনুশ্রী দত্তের বাড়ির চিত্রটা একটু অন্য।

Advertisement

ফেব্রুয়ারিতেই লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি। করোনার জেরে কিছু অনুষ্ঠান বাতিল হয়েছে ‘আশিক বনায়া আপনে’-র নায়িকার। কিন্তু হোম কোয়রান্টিনের একঘেয়েমি কাবু করতে পারেনি তাঁকে।

তনুশ্রীর কথায়, “ এই জীবনের সঙ্গে তো অনেক দিন ধরেই অভ্যস্ত আমি। বলিউড থেকে প্রায় এক দশক আগে হারিয়ে যাওয়া তনুশ্রীর কাছে এই নিরাপত্তাহীনতা, আইসোলেশন তো নতুন কিছু নয়। না, দম বন্ধ হয়ে আসছে না আমার। বেশ ভালই লাগছে।”

Advertisement

আরও পড়ুন- তৈমুরের ধর্ম নিয়ে কুৎসিত মন্তব্য, নেটাগরিককে একহাত নিলেন অর্জুন কপূর

এই দেশেরই এক পাহাড় ঘেরা জায়গায় নিজের বাংলোতে দিন কাটছে তাঁর। চারিদিকে পাহাড় ঘেরা। সংক্রমণ ঠেকাতে কী করছেন? “হাত ধুচ্ছি বার বার। যা যা, নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। এই টুকুই।”

আরও পড়ুন-পরিচারিকার ছুটি, গৃহবন্দি ক্যাটরিনা শেখালেন বাসন মাজার সহজ উপায়

২০০০-এর শুরুতে তনুশ্রী এবং ইমরান হাসমির জুটি সুপারহিট হয়েছিল। কিন্তু তিন-চারটি ছবি করার পরেই ক্রমশ বলিউড থেকে হারিয়ে যেতে থাকেন তিনি। বেশ কিছু বছর নানা পটেকরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে আবার শিরোনামে আসেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement