Andrew Jack

প্রয়াত অ্যান্ড্রু জ্যাক

মারা যাওয়ার দু’দিন আগেই ধরা পড়েছিল, করোনায় আক্রান্ত অ্যান্ড্রু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২০ ০২:২৬
Share:

অ্যান্ড্রু

জীবনের অনেক কঠিন যুদ্ধই হাসি মুখে জিতেছিলেন ‘স্টার ওয়ার্স’ খ্যাত অভিনেতা অ্যান্ড্রু জ্যাক। কিন্তু করোনার সঙ্গে শেষ লড়াইটা আর জেতা হল না। মঙ্গলবার মারা গেলেন বর্ষীয়ান এই অভিনেতা তথা ডায়ালেক্ট কোচ।

Advertisement

মারা যাওয়ার দু’দিন আগেই ধরা পড়েছিল, করোনায় আক্রান্ত অ্যান্ড্রু। জানা গিয়েছে, প্রথমে করোনার কোনও রকম উপসর্গ ছিল না ৭৬ বছরের ব্রিটিশ এই অভিনেতার শরীরে। হাসপাতালে ভর্তি হওয়ার পরে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত। নিজের টুইটার হ্যান্ডলে অভিনেতার মৃত্যুসংবাদ জানান তাঁর স্ত্রী গ্যাব্রিয়েলা রজার্স। যদিও মৃত্যুর সময়ে তিনি অভিনেতার পাশে থাকতে পারেননি। কারণ তিনিও করোনায় আক্রান্ত। তাই অস্ট্রেলিয়ায় কোয়রান্টিনে রয়েছেন।

স্বাধীন ভাবে বেঁচে থাকায় বিশ্বাসী ছিলেন অ্যান্ড্রু। শেষ বয়সে টেমসের একটি পুরনো হাউসবোটে একা থাকতেন তিনি। যদিও নিজের স্ত্রী ও পরিবারকে ভালবাসতেন বলে জানিয়েছেন তাঁর এজেন্ট। অভিনয়ের পাশাপাশি সিনেমার ভাষা নিয়েও কাজ করেছেন অ্যান্ড্রু। ৮০টিরও বেশি ছবিতে তিনি এই বিষয়ে কাজ করেছেন। রবার্ট ডাউনি জুনিয়র, পিয়ার্স ব্রসনান, কেট ব্ল্যাঞ্চেটের মতো তারকাদের সঙ্গেও তিনি ডায়ালেক্ট কোচ হিসেবে কাজ করেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement