ঋতুপর্ণা সেনগুপ্ত।
সিঙ্গাপুরে উড়ে যাবেন ঋতুপর্ণা তাঁর ছেলেমেয়ের কাছে। তার আগে আনন্দবাজার ডিজিটালের পাঠকদের করোনা প্রসঙ্গে বললেন, “এই সময় ভাইরাস থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করা ছাড়া আর অন্য কোনও পথ আমাদের সামনে খোলা নেই।‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’।তাই সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বার বার হাত ধোওয়া উচিত, সঙ্গে আরও কিছু বাড়তি সতর্কীকরণের কথা প্রতি দিনই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’। সেটা প্লিজ মেনে চলুন।’’
প্রেক্ষাগৃহ বন্ধ হওয়ায় ঋতুপর্ণার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পার্সেল’ এই মুহূর্তে হলে আর দেখান হবে না। শুটও বন্ধ। তাই তিনি সিঙ্গাপুরে ফিরছেন।বললেন,“প্লিজ কেউ অযথা প্যানিক করবেন না। ভিড়ের মধ্যে যাবেন না। সতর্ক থাকুন। সতর্ক হলে আমরা নিশ্চয়ই এই বিপদ থেকে নিজেদের মুক্ত করতে পারব।” ফিরে এসেই নতুন ছবির কাজে যোগ দেবেন ঋতুপর্ণা।