রাজ চক্রবর্তী।
টলিউডে আবারও করোনার হানা। এ বার আক্রান্ত হলেন পরিচালক রাজ চক্রবর্তী। সোমবার টুইটারে রাজ নিজেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। রাজ লেখেন, “বাবাকে কিছু দিন আগে হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁর দু’বার করোনা পরীক্ষা হয়। কিন্তু দু’বারই রিপোর্ট নেগেটিভ আসে। আমারও করোনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু তাতে রিপোর্ট পজেটিভ এসেছে।"
আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন রাজ এবং তাঁর পরিবার। শুভশ্রী-সহ পরিবারের বাকি সদস্যদের খুব দ্রুত করোনা পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।
শুভশ্রী আট মাসের অন্তঃসত্ত্বা। সেপটেম্বরেই তাঁদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। এই অবস্থায় তাঁদের বাড়িতে করোনা হানার খবরে চিন্তিত অনুরাগীরা। সবার এখন একটাই প্রার্থনা যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠুক রাজ। ভাল থাকুক তাঁর পরিবার।
করোনাকালে বেশির ভাগ সময়টাবাড়িতেই ছিলেন পরিচালক। খেয়াল রাখছিলেন স্ত্রী'র, বয়স্ক বাবা-মায়ের। এর আগে আনন্দবাজার ডিজিটালকে তিনি জানিয়েছিলেন, বাবা-মা' এবং আদরের শুভকে খুবই চিন্তায় তিনি। সুরক্ষা বজায় রাখতে যা যা করণীয় সবই করছেন তিনি। সম্প্রতি নিজের অফিসে যাচ্ছিলেন রাজ। তবে অফিসের অন্যান্য কর্মচারীদের বাড়ি থেকেই কাজ করতে বলেছিলেন তিনি। নতুন কোন ছবিরও শুটিং শুরু করেননি পরিচালক। তা সত্ত্বেও কী ভাবে করোনায় আক্রান্ত হলেন রাজ, তা নিয়েই চিন্তিত অনুরাগীরা।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও। • সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২ • টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১ • কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)