ঋত্বিক-নুসরত
সরকারি পর্যায়ে উদ্যোগ নিয়ে শর্টফিল্ম তৈরি হচ্ছে। এ বার টলিউডের শিল্পীরা ব্যক্তিগত উদ্যোগ নিয়েও এগিয়ে এলেন করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য। আর্থিক সমস্যার পাশাপশি মানসিক চাপও কম নয় এই সময়ে। তাই টলিউডের তারকারা একজোট হয়ে একটি মিউজ়িক ভিডিয়ো তৈরি করছেন। উদ্যোগটি নিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।
রাজের কথায়, “এই অস্থির সময়ে মানুষকে ইনস্পায়ার করতে হবে। মনের জোর বাড়াতে হবে। সাধারণ মানুষ তো বটেই, যাঁরা করোনার মোকাবিলায় সরাসরি মাঠে নেমে কাজ করছেন, সেই সব চিকিৎসক, নার্স, পুলিশ, সাফাইকর্মী... সকলের জন্যই এই অনুপ্রেরণামূলক মিউজ়িক ভিডিয়ো।”
আরও পড়ুন: লকডাউন অমান্য করে শুটিং চালিয়ে যাচ্ছেন সোনাক্ষী?
প্রসেনের লেখা ‘দেখে নিও ঠিক/ সেরে যাবে সব/ কেটে যাবে ভয় সবার’ গানটি কম্পোজ় করেছেন অরিন্দম। ভিডিয়োয় থাকছেন আবীর চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ, বনি। নায়িকাদের মধ্যে থাকছেন শুভশ্রী, নুসরত, শ্রাবন্তী, সায়ন্তিকা, পাওলি। গান গেয়েছেন অরিন্দম, নিকিতা গাঁধী-সহ অনেকেই। প্রত্যেকেই বাড়িতে বসে নিজের অংশটুকু রেকর্ড করে পাঠিয়ে দেবেন। কনসেপ্ট রাজের। ভিডিয়ো এডিটের দায়িত্বে রয়েছেন ঋক বসু।
আরও পড়ুন: বাচ্চারা তো বুঝতে পারছে না কী হচ্ছে চারপাশে, এখন ওদের সময় দিন: প্রিয়ঙ্কা