Sudipa Chatterjee

লকডাউনে ছেলে আদিদেভের সঙ্গে সুদীপার অবসর যাপন

লকডাউনের এই অবসরে আপাতত  সুদীপার কাছে তিনটি প্রধান চ্যালেঞ্জ।

ছেলের সঙ্গে সুদীপা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ১৮:৪৭
Share:
Advertisement

হাতে এখন অঢেল সময় সুদীপার। বাড়িতেই থাকছেন। খেয়াল রাখছেন তাঁর এক বছরের ছেলে আদিদেভ চট্টোপাধ্যায়ের। রান্নার হাত যে তাঁর ভাল তা নতুন করে বলার কিছু নেই। চলছে জমাটি রান্নাও। এই কাজে মাঝে মাঝে তাঁকে সাহায্য করছেন স্বামী অগ্নিদেব।


লকডাউনের এই অবসরে আপাতত সুদীপার কাছে তিনটি প্রধান চ্যালেঞ্জ। আনন্দবাজার ডিজিটালকে বলছিলেন, “এই মুহূর্তে তিনটি প্রধান কাজ। বয়স্কদের দেখাশোনা, হিসেব করে সংসার চালানো এবং আমার ছেলে আদিকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখা।” পোষ্যদের সঙ্গে খেলাও করছেন, ছেলের পিছনে সারা বাড়িময় ছুটে বেড়াচ্ছেন সুদীপা। এরই মধ্যে নিয়ম করে জামাকাপড় কাচা থেকে ইস্ত্রি— সবই চলছে পুরোদমে।

Advertisement


“এই সময় আমরা পার করবই”— আশাবাদী তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement