Coronavirus

সমালোচনায় মুখর

প্রধানমন্ত্রীর ন’মিনিটের বার্তা অকাল-দীপাবলিতে পরিণত হওয়ার সমালোচনায় মুখর বলিউডের একাংশসোনম কপূর একের পর এক টুইট করে নিজের উষ্মার কথা জানিয়েছেন।

Advertisement
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২০ ০১:৪৫
Share:

সোনম-তাপসী-রিচা

রবিবার প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বলিউডের অধিকাংশই যে যাঁর বাড়িতে আলো জ্বালানোর ব্যবস্থা করলেও, সেই ইন্ডাস্ট্রিরই একাংশ আবার সমালোচনা করেছেন এর অপব্যবহার নিয়ে। এঁদের মধ্যে রয়েছেন সোনম কপূর, তাপসী পান্নু, রিচা চড্ডার মতো নামী তারকারা। রাত ন’টায় ন’মিনিটের আলো জ্বালানো যে ভাবে অকাল-দীপাবলিতে রূপান্তরিত হয়েছিল দেশের নানা প্রান্তে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সোনম, তাপসীরা।

Advertisement

সোনম কপূর একের পর এক টুইট করে নিজের উষ্মার কথা জানিয়েছেন। ‘সকলে কি ভাবছেন এটা দীপাবলি? এত দিন চারদিক শান্ত ছিল। এখন কিছু অসভ্য লোকের আতসবাজি আর বাজি ফাটানোর শব্দে পাখি, কুকুর সব ভয় পেয়ে চেঁচামেচি করছে!’

সোনমের টুইটের প্রেক্ষিতে পাল্টা টুইট করেন পরিচালক ও অ্যাক্টিভিস্ট অশোক পণ্ডিত। যেখানে তিনি সোনমের কথার প্রতিবাদের পাশাপাশি কমিউনিটি স্প্রেড-এর প্রসঙ্গ টেনে আনেন। সোনম তাঁকেও যথাযোগ্য জবাব দিয়েছেন।

Advertisement

তাপসী ও তাঁর বোন মোমবাতি জ্বালিয়েছিলেন রবিবার। বারান্দা থেকে নায়িকা ভিডিয়ো করেছেন আশপাশের বহুতলের। সেখানে আলোর রোশনাই আর বাজি ফাটানোর শব্দের মধ্যেই তাপসী সমালোচনা করেছেন এই দূষণের।

দক্ষিণ দিল্লির বিভিন্ন জায়গায় মাত্রাছাড়া বাজি ফাটানো নিয়ে টুইট করেছেন আদিল হুসেনও। রিচা চড্ডা একটি মোমবাতি মিছিলের ভিডিয়ো শেয়ার করে বলেছেন, ‘এ ভাবেই করোনা ফিরে যাবে, তাই তো?’

করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এবং করোনা-আক্রান্তদের প্রতি সমব্যথী হওয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত রবিবার ন’মিনিটের জন্য আলো জ্বালানোর আহ্বান জানিয়েছিলেন। সেই বার্তা যে আলো এবং শব্দবাজির উদ্‌যাপনে পরিণত হবে, সে আশঙ্কাও ছিল তখনই। বাস্তবেও তাই হওয়ায় ক্ষুব্ধ বহু নাগরিকই। অনুরাগ কাশ্যপ মোদীর সেই ঘোষণার পর পরই ব্যঙ্গাত্মক টুইটে জানতে চেয়েছিলেন, সেই সময়ে তিনি প্রদীপ কোথায় কিনতে পাবেন। সেই টুইটের জবাবে এক পুলিশ অফিসার তাঁকে বলেন, চাইলে তিনি ফোনের টর্চও জ্বেলে রাখতে পারেন।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেনআপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement