Coronavirus

সিনেমা অনেক কিছু ভুলিয়ে দেয়

পাশাপাশি সিনেমা আমাদের মানসিকতা বদলাতেও সাহায্য করে, বলে মনে করেন আয়ুষ্মান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২০ ০১:১৬
Share:

এই সঙ্কটজনক পরিস্থিতি কেটে গেলেও, সুদিন কবে আসবে তার নিশ্চয়তা নেই। কবে ফের সাধারণ মানুষ হইহই করে সিনেমা দেখতে যাবেন, স্থিরতা নেই তারও। লকডাউন পরবর্তী সময়ে অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে দর্শকের সিনেমা হলে যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। কিন্তু আয়ুষ্মান খুরানা মনে করেন, শত বিপর্যয়ের মধ্যেও দর্শক ছবি দেখবেন। কারণ সিনেমা অনেক কিছু ভুলিয়ে দেয়। ‘‘বিনোদন এমন একটা মাধ্যম যা মানুষকে কষ্টের মধ্যেও আনন্দ দেয়। এর আগেও আমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। সেই সময়েও মানুষ ছবি দেখেছেন,’’ বলছেন আয়ুষ্মান।

Advertisement

পাশাপাশি সিনেমা আমাদের মানসিকতা বদলাতেও সাহায্য করে, বলে মনে করেন আয়ুষ্মান। কিছু দিন আগে মুক্তিপ্রাপ্ত ‘শুভ মঙ্গল জ়াদা সাবধান’ ছবির প্রতিক্রিয়া দেখে তাঁর এই উপলব্ধি। সমকামী প্রেম নিয়ে তৈরি ছবিটি প্রসঙ্গে আয়ুষ্মান বলছেন, ‘‘এমন অনেককে চিনতাম যাঁদের সমকামিতা নিয়ে আপত্তি ছিল। বিষয়টি নেতিবাচক ভাবে দেখতেন। তাঁরা অনেকে আমাকে বলেছেন, ছবিটা তাঁদের ধারণা বদলে দিয়েছে। এটাই বা কম কী!’’

আরও পড়ুন: ‘অক্ষয়কে ভাল লাগত কাজলের’, ফাঁস করলেন কর্ণ জোহর

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement