Sandhya Roy

Covid: হাসপাতাল থেকে বাড়ির পথে কোভিড-মুক্ত সন্ধ্যা রায়

চলতি মাসের শুরুতেই কোভিড আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২১ ১১:১৮
Share:

সন্ধ্যা রায়।

অনুরাগী, সিনেপ্রেমীদের জন্য সুখবর। চিকিৎসক রূপালি বসু আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছেন, বুধবার হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন সন্ধ্যা রায়। চলতি মাসের শুরুতেই কোভিড আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। অভিনেত্রীর শরীরে কোভিডের লক্ষণ থাকায় সঙ্গে সঙ্গে তাঁকে রাখা হয় নিভৃতবাসে। পরে অসুস্থতা বাড়লে তাঁকে স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতালে। কিছুদিন আগেই ৮০ বছরে পা রেখেছেন সন্ধ্যা। চিকিৎসকের দাবি, বার্ধক্যজনিত সমস্যা ছাড়া করোনা সংক্রান্ত কোনও সমস্যা আপাতত সন্ধ্যার নেই। সংক্রমণ থেকে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই শরীরে। স্বাভাবিক তাপমাত্রাতেও প্রবীণ অভিনেত্রীর অক্সিজেনের মাত্রা ৯৯।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement