ইন্দ্রাণী হালদার। নিজস্ব চিত্র।
শুটের মাঝে ৬ ফুটের দূরত্ব আর স্টুডিয়ো পাড়ার চারপাশে কড়া নিরাপত্তা। মাস্ক, ফেস শিল্ড, স্যানিটাইজার।ভোলবদলে যাওয়া স্টুডিয়োপাড়ায় আগে যেমন মেক আপরুমে আড্ডা বসাতেন ‘শ্রীময়ী’ ইন্দ্রাণী হালদার, আজ আর তা সম্ভব নয়। বৃষ্টির মধ্যেই স্টুডিয়োপাড়ায় শুট শুরুর প্রথম দিনে মেকআপ রুমের বাইরে এসে কথা বললেন তিনি।“আজ শ্রীময়ীর এক বছর হল। আর আজ থেকেই কাজ শুরু করলাম।প্রযোজনা সংস্থা সচেতনতার বিষয়ে যথেষ্ট সচেতন। তবু নিজের সুরক্ষা নিজের কাছে”,বললেন নায়িকা। সেই কারণেই ইন্দ্রাণী খাবার, জল, স্যানিটাইজার সব সঙ্গে আনছেন। আর শ্রীময়ীর পোশাকও বাড়ি নিয়ে গিয়ে স্যানিটাইজ করে আনার সিদ্ধান্ত নিয়েছেন।ইন্দ্রাণী বলেন, “কাজ শুরু করতে হবে। সকলের টাকার দরকার। আর করোনাও থাকবে।” টোটা রায়চৌধুরীর সঙ্গে প্রথম দিনের দৃশ্য শুট করার জন্য প্রস্তুত তিনি।
আরও পড়ুন: গোষ্ঠী সংক্রমণ ঘটেনি, আশ্বাস কেন্দ্রের
আরও পড়ুন: একটার পর একটা দেহ উঠছে পুরসভার গাড়িতে, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক