Coronavirus

লন্ডন থেকে ফিরলেন জিৎ

নির্দেশিকা অনুসারে আগামী ১৪ দিনের জন্য তাঁদের হোম আইসোলেশনে যেতে হবে। জিৎ-সহ ইউনিটের সকলেই তাতে সহযোগিতা করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২০ ০০:৪২
Share:

জিৎ

বুধবার লন্ডন থেকে কলকাতায় ফিরেছেন জিৎ এবং তাঁর ‘বাজ়ি’ ছবির ইউনিট। বিমানবন্দরে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সন্দেহজনক কিছু না পাওয়া গেলেও সকলকে হোম কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে। জিৎ ও তাঁর টিমের সদস্যরা সেটা মেনেও নিয়েছেন।

Advertisement

গত ১১ মার্চ কলকাতা থেকে ৪০ জনের টিম নিয়ে লন্ডন যান জিৎ। তাঁদের আরও বেশ কয়েক দিনের শুটিং বাকি ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি থেকে ১৮ মার্চের পরে দেশে ফেরা যাবে না। অন্যথায় অপেক্ষা করতে হবে ৩১ মার্চ পর্যন্ত। তাই কাজ বাকি রেখেই তড়িঘড়ি ফেরার সিদ্ধান্ত নেন জিৎ।

এ দিন সকাল ৯টা নাগাদ তাঁরা দমদম বিমানবন্দরে নামেন। সেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। নির্দেশিকা অনুসারে আগামী ১৪ দিনের জন্য তাঁদের হোম আইসোলেশনে যেতে হবে। জিৎ-সহ ইউনিটের সকলেই তাতে সহযোগিতা করেছেন। নিজেদের বাড়িতে থাকছেন তাঁরা। জিৎ জানিয়েছেন, তিনি বাড়িতে থাকলেও পরিবারের কারও সংস্পর্শে আসছেন না।

Advertisement

বুধবার বিকেলে নিউ ইয়র্ক থেকে কলকাতায় ফিরলেন পরিচালক মৈনাক ভৌমিক। প্রথমে দুবাই হয়ে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই টিকিট বাতিল করে নিউ ইয়র্ক থেকে দিল্লির ফ্লাইট ধরেন। দিল্লি বিমানবন্দরে পরিচালকের স্বাস্থ্য পরীক্ষা হয়। মৈনাক বললেন, ‘‘দিল্লিতে বেশ কিছু পরীক্ষার পরেই কলকাতার বিমানে ওঠার অনুমতি মিলেছে। দেখলাম, দিল্লিতে কয়েক জনকে কোয়রান্টিনে পাঠানো হল।’’ কলকাতায় ফিরে কি আইসোলেশনে থাকছেন তিনি? ‘‘আমাকে সে রকম কোনও নির্দেশ দেওয়া হয়নি। যদি প্রয়োজন পড়ে তা হলে থাকব,’’ বাড়ি ফেরার পথে বললেন মৈনাক।

‘কাকাবাবু প্রত্যাবর্তন’-এর শুটিং সেরে আজ দক্ষিণ আফ্রিকা থেকে ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সৃজিত মুখোপাধ্যায়। অন্য দিকে, অস্ট্রেলিয়া-সিঙ্গাপুরে কনসার্ট সেরে মঙ্গলবার শহরে ফিরেই একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কের মুখে পড়েছেন অঞ্জন দত্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement