শুটিং আটকে থাকা, পারিশ্রমিক বন্ধ থেকে শুরু করে পারিশ্রমিকে কোপ। করোনা অতিমারিতে বিপর্যস্ত বিনোদন দুনিয়া। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ইউনিটের জুনিয়র আর্টিস্ট, টেকনিশিয়ান এবং অন্যান্য কর্মীরা।
গত ছ’ মাসে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিয়ো ঘুরেছে, যেগুলিতে দেখা গিয়েছে বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত বেশ কয়েক জন বাধ্য হয়েছেন বাজারে বসে সব্জি বিক্রি করতে।
সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি ভিডিয়ো, সেখানে দেখা যাচ্ছে রামবৃক্ষ গৌর সাইকেল ভ্যানে সব্জি বিক্রি করছেন। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বহু দিন কাজ করছেন তিনি। জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বালিকা বধূ’-র ইউনিটে তিনি ছিলেন সহকারী পরিচালকদের মধ্যে একজন।
আদতে উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা রামবৃক্ষ। লকডাউনে সেখানেই আটকে পড়েছেন তিনি। প্রযোজকের কাছ থেকে জানতে পেরেছেন কাজে ফিরতে একবছর বা তারও বেশি সময় লাগতে পারে তাঁর।
তিনি তাই কর্মহীন বসে না থেকে রামবৃক্ষ তাঁদের পারিবারিক ব্যবসা শামিল হয়েছেন। দরজায় দরজায় সব্জি বিক্রি করেন তিনি। জানিয়েছেন, এই পেশায় এসে তাঁর একটুও দ্বিধা বা হীনমন্যতা নেই। ছোট পর্দার পাশাপাশি বেশ কিছু হিন্দি ছবিতেও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রামবৃক্ষ।
রামবৃক্ষ একা নন। বিনোদন দুনিয়ার অনেকেই এই পরিস্থিতিতে পড়েছেন। কয়েক মাস আগে অভিনেতা সোলাঙ্কি দিবাকরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল। দিল্লির বাজারে বসে ফল বিক্রি করছিলেন ‘ড্রিম গার্ল’ ছবির অভিনেতা সোলাঙ্কি। সংবাদমাধ্যমে তিনি জানান, ফল বিক্রির আগে তাঁকে লোকের বাড়িতে পরিচারকের কাজও করতে হয়েছে।
সোলাঙ্কি বলেন, বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ফল বিক্রি করা ছাড়া আর কোনও উপায় তাঁর কাছে ছিল না। সেইসঙ্গে তাঁর আক্ষেপ, তাঁর মতো বিনোদন দুনিয়ার অনেকেই চরম অর্থকষ্টের শিকার।
অমিতাভ বচ্চন, সচিন তেণ্ডুলকর-সহ মুম্বইয়ের বহু তারকার দেহরক্ষী হিসেবে কাজ করেছেন ওড়িশার কার্তিক সাউ। অক্ষয় কুমারের ছবি ‘সূর্যবংশী’-র ইউনিটেরও তিনি অংশ ছিলেন। অতিমারি পরিস্থিতি তাঁকে বাধ্য করেছে নিজের শহরে ফিরে গিয়ে শাকসব্জি বিক্রি করতে।
বেশ কয়েক জন ছোটপর্দার অভিনেতাকে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় অর্থসাহায্য চাইতে। তাঁদের মধ্যে একজন আশিস রায়। ‘সসুরাল সিমার কা’ সিরিয়ালের এই অভিনেতা সম্প্রতি তাঁর হাসাপাতালের বিল মেটাতে সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়েছিলেন।
সাহায্যপ্রার্থী হয়েছিলেন ‘ইয়ে তেরি গলিয়াঁ’ সিরিয়ালের অভিনেত্রী সোনাল বেঙ্গুরলেকরও। পরে তিনি ইনস্টাগ্রামে জানান, ইন্ডাস্ট্রির একজন মেক আপ আর্টিস্ট তাঁকে সাহায্য করেছেন।
টেলিভিশন অভিনেত্রী নূপুর অলঙ্কার অভিনয় করেছেন ‘স্বরাগিণী’, ‘তন্ত্র’, ‘ইস প্যায়ার কো ক্যায়া নাম দুঁ?...এক বার ফির’-এর মতো বেশ কিছু সিরিয়ালে। তিনি সম্প্রতি বিপাকে পড়েছিলেন। অর্থাভাবে তাঁর অসুস্থ মাকে তিনি হাসপাতালে ভর্তি করাতে পারছিলেন না।
নূপুরের পাশে দাঁড়ান অভিনেত্রী রেণুকা সাহানে। তিনি ফেসবুকে অভিনেত্রীর অ্যাকাউন্ট ডিটেল শেয়ার করেন। সবার কাছে আবেদন করেন, নূপুরকে সাহায্য করার জন্য।