Coronavirus

বন্দি দু’জনে

এই ছুটিতে ভক্তদের সঙ্গেও চুটিয়ে কথোপকথন চালাচ্ছেন তাঁরা। ‘আস্ক আস এনিথিং’ লিখে ইনস্টা-স্টোরিতে দিয়েছিলেন রণবীর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২০ ০০:০২
Share:

ফাইল চিত্র

মাসখানেক আগেই তাঁরা নির্জন বিচ ভেকেশন কাটিয়ে এসেছেন। না হলে এমনিতে একে অন্যের জন্য সময় বার করা তাঁদের পক্ষে বেশ মুশকিল। তবে করোনার কারণে এখন অনন্ত অবসর কাটাচ্ছেন রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন। ওয়র্কআউট সেশন থেকে খাওয়াদাওয়া... সবই একসঙ্গে করছেন। আর প্রতি মুহূর্তের আপডেট পোস্টও করে চলেছেন রণবীর। কখনও নিজের ছবিতে ভয়ঙ্কর ফিল্টার দিয়ে পোস্ট করছেন, কখনও লিখছেন রোজনামচা। ‘‘ইটিং, স্লিপিং, এক্সারসাইজ়িং, ওয়াচিং মুভিজ়...’’ ইত্যাদির পরে তাঁর ‘ডিপি’ (দীপিকা) যে পিয়ানো শেখায় মন দিয়েছেন, তা-ও শেয়ার করেছেন রণবীর। রবিবার জনতা কার্ফুতে যোগ দিয়েছিলেন দু’জনেই। সেই রাতে রণবীরের জন্য নাটেলা, ক্রাশড বিস্কিট আর ভ্যানিলা আইসক্রিম দিয়ে স্পেশ্যাল ডিজ়ার্ট তৈরি করেছিলেন দীপিকা।

Advertisement

এই ছুটিতে ভক্তদের সঙ্গেও চুটিয়ে কথোপকথন চালাচ্ছেন তাঁরা। ‘আস্ক আস এনিথিং’ লিখে ইনস্টা-স্টোরিতে দিয়েছিলেন রণবীর। সেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাবেই নিজেদের হোম কোয়রান্টিন পর্বের টুকরো মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। সোমবার সকাল হতেই হ্যাশট্যাগ মানডে মোটিভেশন লিখে জিম থেকে দীপিকার সঙ্গে ছবি দিয়েছেন, যার ক্যাপশন, ‘ডাবল দি এন্ডরফিন রাশ, হোয়েন শি ইজ় অ্যারাউন্ড!’ তাতে দীপিকার কমেন্ট, ‘ইউ আর আ স্ন্যাক!’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement