গ্রাফিক: তিয়াসা দাস।
চারিদিকে করোনা সঙ্কট। এরই মধ্যে সেলিব্রিটিদের বাসন মাজা, ঘর মোছা আর ডালগোনা কফি বানানোর হুজুগে রীতিমতো বিরক্ত নেটাগরিকরা। সেলেবদের নাচ-গানেও আর মন মজছে না তাঁদের। সোশ্যাল মিডিয়ায় বইছে নিন্দার ঝড়।
অথচ তাঁদের সৃষ্টিশীলতাকেই হাতিয়ার করে বলি সেলেবদের একাংশ এ বার পাশে দাঁড়ালেন করোনা যোদ্ধাদের। পাশে দাঁড়ালেন সেই সব মানুষদের যাঁদের এক বেলা ভাত জোটাতে হিমশিম খেতে হচ্ছে।
কেউ গান করে, কেউ বার্তা দিয়ে, কেউ বা আবার কবিতা পড়ে নেমে পড়লেন ত্রাণ সংগ্রহে। উদ্যোগের নাম ‘আই ফর ইন্ডিয়া’। সেখানেই লাইভ কনসার্ট করছেন তামাম বলি সেলেবরা। উদ্দেশ্য একটাই— কোভিড রেসপন্স ফান্ডের জন্য অর্থ সংগ্রহ।
আরও পড়ুন- আমি নাচলেও থলথলে শরীরের ভিডিয়োই হত: পরমা
বিগ-বি থেকে আমির-শাহরুখ-বিদ্যা— এগিয়ে এসেছেন সবাই। কর্ণ জোহর নিয়েছেন সঞ্চালনার দায়িত্ব। ভাবনার মূলেও তিনি এবং আর এক পরিচালক জোয়া আখতার। অক্ষয় কুমার পড়েছেন কবিতা। বিগ-বি স্মরণ করেছেন ঋষি কপূরকে।
জীবনে কোনওদিন ওপেন ফোরামে গান করেননি আমির খান। এ বার গাইলেন। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন স্ত্রী কিরণ রাও। আমির-কিরণের কণ্ঠে কিশোর কুমারের ‘আ চলকে তুঝে’ এই ঝোড়ো সময়ে এক মুঠো দমকা বাতাস।
গান গাইলেন শাহরুখও। তাঁকে সঙ্গত দিলেন ছেলে আব্রাম। বাবা-ছেলের এই যুগলবন্দিতে যদি কারও সাহায্য হয়, তা হলে মন্দ কি? তাই সীমাবদ্ধতাকে অতিক্রম করেই শাহরুখের গান ‘সব সহি হো জায়েগা’। করোনা কালে বৃদ্ধি পেয়েছে গার্হস্থ্য হিংসার মতো ঘটনা। আর তা নিয়েই জোরালো বার্তা দিয়েছেন বিদ্যা বালান। হৃতিক রোশন বাজিয়েছেন পিয়ানো। ত্রয়ী শঙ্কর-এহসান-লয় গেয়েছেন গান। অংশ গ্রহণ করেছেন শ্রেয়া ঘোষালও। রণবীর সিংহ হয়ে গিয়েছেন সত্যিকারের ‘গালি বয়’। তাঁর পছন্দ র্যাপ।
দিদি জোয়া উদ্যোক্তা। ভাই ফারহানও পাশে থাকার বার্তা নিয়ে গেয়েছেন গান। সঙ্গীতশিল্পী নিক জোনাসের কাছে ভারত এখন ‘সেকন্ড হোম’। দেশ জুড়ে এই অসহায়তায় পাশে দাঁড়িয়েছেন তিনিও। স্ত্রী প্রিয়ঙ্কাকে সঙ্গে নিয়েই দিচ্ছেন যুদ্ধ জয়ের বার্তা। রানি মুখোপাধ্যায়ের ছোট্ট মেয়ে আদিরা এই মারণ ভাইরাসকে নাম দিয়েছে ‘মনস্টার’। সেই ‘মনস্টার’ শীঘ্রই চলে যাবে, আশায় বুক বাঁধছেন রানি-আদিরা-আদিত্যরা।
আরও পড়ুন- যে চিঠিতে জীবন শিখিয়েছ,আজ সেখানে মৃত্যু শোয়ানো
‘আপনি একা নন’ , বিশ্বসুন্দরী ঐশ্বর্যা যোগাচ্ছেন সাহস। আর দিদি শাহিনের সঙ্গে আলিয়া গাইছেন ‘ইক কুড়ি’। না, নিজেদের কৃষ্টি দেখানোর ইচ্ছা নেই এই সব সেলেবদের। এই সময় শুধু পাশে থাকতে চান তাঁরা। তাঁরা যে শিল্পী। তাই শিল্পকে অবলম্বন করেই বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। লিস্টটা অনেক লম্বা। মাধুরী দীক্ষিত, অরিজি সিংহ, ভূমি পেডনেকর— বাদ যাননি কেউ।
A post shared by Shaheen Bhatt (@shaheenb) on
ব্যক্তিগত রেষারেষি, ইগোকে দূরে সরিয়ে রেখে বলিপাড়া আজ কোভিডের এক হয়ে লড়াইয়ে নেমেছে। অসুখ ঠিক সেরে যাবে এক দিন— এই বার্তাই ছড়িয়ে দিতে চাইছে দেশের প্রতিটি কোণায়।