করোনা সংক্রমণ রুখতে সকাল সাতটা থেকেই চলছিল জনতা কার্ফু। রাস্তাঘাট লোকশূন্য। খুব দরকার না পড়লে বেরোননি প্রায় কেউ-ই। কিন্তু বিকেল পাঁচটা বাজতেই ছবিটা হঠাৎ বদলে গেল। সারা দেশ মুখর হয়ে উঠল ঘণ্টা-কাঁসর আর শাঁখের আওয়াজে। বাদ গেলেন না বলি সেলেবরাও। সঙ্কটময় পরিস্থিতিতে যাঁরা দেশের সেবা করে চলেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানালেন ওঁরাও। দেখুন ফোটো অ্যালবাম।
হাততালি দিয়ে অভিবাদন জানালেন দীপিকা পাড়ুকোনও। রণবীর শেয়ার করলেন সেই ছবি।
দীপিকার মতোই পাঁচটা বাজতেই থালা বাসন বাজালেন জাহ্নবী কপূরও।
কার্তিক আরিয়ানও নিজের মতো করে ধন্যবাদ জানালেন।
নিজের হাইরাইজের ব্যালকনিতে দাঁড়িয়ে এখনও যে সমস্ত মানুষ কাজ করে যাচ্ছেন, তাঁদের ধন্যবাদ জানালেন বলি পাড়ার হার্টথ্রব ভিকি কৌশল।
নিজের ব্যালকনিতে থালা-বাসন নিয়েই বাজাতে শুরু করেছিলেন অনুপম খের।
মা হিরু জোহর এবং তিন সন্তানের সঙ্গে কাঁসর বাজাতে দেখা গেল কর্ণ জোহরকেও।
বাদ গেল না টলিউডও। শহরের বুকে রোদের আলো কমে আসতেই এক অন্য চেহারা নিল দেশ। পাড়ার মা কাকিমা থেকে সেলেব-এই দুঃসময়ে নিরন্তর খেটে চলা মানুষগুলোর জন্য কোথাও গিয়ে এক হয়ে গেলেন সবাই।