ঘটনায় কী প্রতিক্রিয়া কুণালের? ছবি: সংগৃহীত।
রণদীপ ইলাহাবাদিয়ার পরে এ বার বিতর্কে জড়ালেন কুণাল কামরা। পদ্মশিবিরের বিরুদ্ধে মতামত দিয়ে আগেও বহু বার কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এ বার শিবসেনার বিরুদ্ধে মন্তব্য করে বিপাকে কৌতুকশিল্পী। একটি অনুষ্ঠানে রাজনৈতিক বিষয় নিয়ে কৌতুক করছিলেন তিনি। তখনই এক মন্ত্রীকে ‘গদ্দার’ (বিশ্বাসঘাতক) আখ্যা দেন। এখান থেকেই সমস্যার সূত্রপাত। এই মন্তব্যের জেরে শিবসেনার অন্দরমহলে ক্ষোভ তৈরি হয়।
কুণালের সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই একনাথ শিন্দের শিবসেনা সদস্যেরা ফুঁসে ওঠেন। মুম্বইয়ের যে হোটেলে কৌতুক অনুষ্ঠানে কুণাল ‘গদ্দার’ মন্তব্য করেছিলেন, সেখানে ভাঙচুর চালান তাঁরা। এমনকি খার থানায় কুণালের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্তও নেন তাঁরা। তবে এই গোটা বিষয়টিতে পাল্টা ক্ষোভ জানিয়েছেন কুণালের অনুরাগীরা।
হোটেলে ভাঙচুরের ঘটনার পরে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন কুণালও। সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, কুণালের হাতে ভারতের সংবিধান। তার সঙ্গে কুণাল লিখেছেন, “সামনে শুধু এই একটাই পথ।” ভারতের সংবিধানের ছবি ভাগ করে নিতেই কুণালের অনুরাগীরা প্রশ্ন তুলেছেন, “বাক্স্বাধীনতার কি আর কোনও জায়গা নেই?”
এক অনুরাগী এই প্রসঙ্গে লিখেছেন, “একটা কারণ দর্শান আমাদের, কেন এক জন শিক্ষিত মানুষ এই দেশে থাকতে চাইবে। কুণালের অনুষ্ঠান যেখানে হয়েছিল, সেখানে প্রথমে ওরা ভাঙচুর চালাল। তার পরে থানায় গিয়ে শিল্পীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করছে! গত ১১ বছরে কি এমন নতুন ভারতই তৈরি হয়েছে, যেখানে নির্যাতিতের বিরুদ্ধে অপরাধীরা অভিযোগ দায়ের করেন!”