Colors

TV Serial: নতুন ধারাবাহিক নিয়ে নতুন সাজে ফিরছে কালার্স বাংলা? 

লকডাউনে সুখবর?  নতুন ভাবে ফিরছে কালার্স বাংলা? 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২১ ২০:৪৮
Share:

টেলিপাড়ায় গুঞ্জন, খুব সম্ভবত জুলাই কিংবা অগস্ট মাসে নতুন শো নিয়ে ফিরতে চলেছে কালার্স বাংলা। ২০২০-তে দেশব্যাপী লকডাউন ঘোষণার সময় থেকেই নিজস্ব ধারাবাহিক দেখানো বন্ধ করে দেয় চ্যানেল কর্তৃপক্ষ। গত ১ বছর ধরে ডাব করা শো দিয়ে চলছিল চ্যানেলটি। ২টি বড় পুরস্কার অনুষ্ঠান এবং পুজোর সময় ৫ দিনের বিশেষ অনুষ্ঠানের শ্যুটিং ছাড়া ফ্লোরে আর কিছুই শ্যুটিং হয়নি।

Advertisement

লকডাউন না হলে আগামী জুন মাসেই নতুন ধারাবাহিক নিয়ে ফ্লোরে ফেরার কথা ছিল চ্যানেলের। সেই মতো কর্তৃপক্ষ কথাও শুরু করেছিল বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে। সব যখন প্রায় ঠিকঠাক তখনই আচমকা লকডাউন ঘোষণা। ফলে, পরিকল্পনায় সাময়িক ইতি টানতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। চলতি লকডাডউনে বন্ধ ডাবিং স্টুডিয়োও। তা হলে কি ডাব করা ধারাবাহিক দেখানোও বন্ধের পথে? শোনা গিয়েছে, সমস্ত ধারাবাহিকেরই ব্যাঙ্কিং আছে। পাশাপাশি, বাড়ি থেকে মুঠোফোনে কণ্ঠস্বর রেকর্ডিং করে পাঠাচ্ছেন শিল্পীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement