Chaavi Mittal

Chhavi Mittal:ডাক্তার চোখ বুজে স্বপ্ন দেখতে বলায় নিজের স্তনের কথা ভাবছিলাম: ছবি

ছবির দাবি, ‘‘মা-বাবা পাশে না থাকলে এত বড় লড়াই লড়তে পারতাম না। আর তোমাদের চোখে জল দেখতে চাই না।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১৩:৪০
Share:

ক্যান্সারমুক্ত ছবি মিত্তল?

মারণ রোগকে হারাতে গিয়ে অসহ্য যন্ত্রণা ভোগ করে উঠলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ছবি মিত্তল। সদ্য জানিয়েছিলেন, তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত। বলেছিলেন, ‘‘নারীদেহে স্তন যেন তার বিশ্বস্ত সঙ্গিনী। কোনও বিশেষ কারণে অঙ্গহানি হলে তাই বন্ধু বিচ্ছেদের মতোই অনুভূতি হয়।’’ ছবি তখন জেনে গিয়েছিলেন, ভবিষ্যত সুরক্ষিত করতে তাঁকে বন্ধুবিচ্ছেদ ঘটাতে হবে। সোমবার সেই পথে হাঁটলেন অভিনেত্রী। টানা ছ’ঘণ্টা অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল ছোট পর্দার ‘বন্দিনী’। তবে ধকলে ক্লান্ত এবং যন্ত্রণায় কাতর, এ কথা জানিয়েছেন নিজেই।

Advertisement

কেমন ছিল অস্ত্রোপচারের অভিজ্ঞতা? অভিনেত্রী সবিস্তার সে কথা লিখেছেন তাঁর ইনস্টাগ্রামে, ‘অ্যানেস্থেসিওলজিস্ট আমায় চোখ বন্ধ করে সুন্দর কিছু ভাবতে বলেছিলেন। তখন আমি আমার সুন্দর স্তনগুলোকে আবার আগের মতো পুরোপুরি সুস্থ ভাবে যেন দেখতে পেলাম। তার পরেই আমি ঘুমের দেশে। জ্ঞান ফেরার পরে দেখি, আমি ক্যান্সারমুক্ত!’

ছবির কথায়, ‘‘অস্ত্রোপচারটি ৬ ঘন্টা ধরে চলেছিল। নানা ধাপে অস্ত্রোপচার হয়েছিল। রোগমুক্ত করে স্তনকে আগের আকারে ফিরিয়ে আনা সময়সাপেক্ষ। সেটাই হয়েছে আমার সঙ্গে।’’ অস্ত্রোপচারের যন্ত্রণা তাঁকে কাবু করে ফেললেও এই লড়াই হাসিমুখে জিততে চান তিনি। তাই সবার কাছে আন্তরিক অনুরোধ, তাঁর অনুরাগীরা যেন তাঁর পাশে থাকেন। তাঁর জন্য প্রার্থনা করেন। যাতে যন্ত্রণার শেষে জয়ের হাসি হাসতে পারেন তিনিই। একই সঙ্গে মা-বাবাকেও ধন্যবাদ জানিয়েছেন ছবি। তাঁর দাবি, ‘‘মা-বাবা পাশে না থাকলে এত বড় লড়াই লড়তে পারতাম না। কখনও ভালবেসে, কখনও শাসন করে, কখনও সাহস জুগিয়ে সারা ক্ষণ পাশে ছিলেন। আর তোমাদের চোখে জল দেখতে চাই না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement