Chhavi Mittal

Chhavi Mittal: স্তন বাদ যাওয়ার দাগ ছুঁয়েছে ছবির পিঠ, হৃদয়ে বইছেন লড়াইয়ের গল্প

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০২২ ২২:৪৫
Share:

ফাইল চিত্র।

সোমবার খোলামেলা হলদে পোশাকে রাস্তায় বেরিয়েছিলেন অভিনেত্রী ছবি মিত্তল। সুন্দর হাসিতে ঈষৎ ক্লান্তি মাখা। তবে আসল যুদ্ধের ছাপ ধরা পড়ল শরীরে। স্তন বাদ দেওয়ার অস্ত্রোপচারের দাগ চলে গিয়েছে পিঠ অবধি। পিঠ খোলা পোশাকের ফিতে বরাবর সে দাগ হাটখোলা। লুকনোর চেষ্টা অবধি করেননি মডেল-তারকা।

Advertisement

সেই ছবি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়তে মন্তব্যের জোয়ার। ক্যানসার-যোদ্ধা ছবির শরীরে অস্ত্রোপচারের দাগ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অনুরাগীদের এক অংশ। ছবি লিখেছেন, 'দাগ দেখেই যদি এত খারাপ লাগে, এক বার ভাবুন তো আমি কিসের মধ্যে দিয়ে গিয়েছি। স্তন হারিয়ে আমার হৃদয়ের ক্ষত তো মুছে দিতে পারব না। বাইরের দাগ কিছুই নয়।'

এই ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী ছবি মিত্তল।

গত ১৬ এপ্রিল এক আবেগ ভরা পোস্টে নিজের স্তন ক্যানসারের লড়াইয়ের কথা জানিয়েছিলেন হিন্দি টেলিপর্দার ব্যস্ত অভিনেত্রী।তাঁর সেরে ওঠার, ছন্দে ফেরার অদম্য জেদ দেখে আপ্লুত হয়ে গিয়েছিল ভক্তকুল। কথা রেখেছেন ছবি। স্তন ক্যানসারকে গোহারা হারিয়ে হাসপাতালের শয্যা থেকেই ফের কাজে ডুব দেওয়ার ছবি পোস্ট করেছিলেন কিছু দিন আগে।

Advertisement

তার পরে রেডিয়েশনের ৩ সপ্তাহের মাথায় রাস্তায় বেরিয়ে পড়েছেন ছবি। ঝলমলে সেই ছবি দিয়ে লিখেছেন, 'কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছেন, এই দাগগুলো লেজার দিয়ে মুছে ফেলব কি না? তাঁদেরকে বলব, না! এ লড়াই আমার বিজয় নিশান। আত্মবিশ্বাস। কখনওই মুছে ফেলব না।'

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement