Ayushmann Khurrana

শাড়ি পরে মহিলার সাজে আয়ুষ্মান!

সেই ভিকি ডোনার-এর সময় থেকেই চরিত্র নিয়ে পরীক্ষা করতেই ভালবাসেন আয়ুষ্মান। এবারেও তাঁর চরিত্রটি যে একেবারে ভিন্ন স্বাদের হতে চলেছে ট্রেলারটি সে কথা জানান দিচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৯ ২০:১৪
Share:

আয়ুষ্মান খুরানা।

Advertisement

১৯৭৭ সালে ধর্মেন্দ্র-হেমা মালিনী অভিনীত ‘ড্রিম গার্ল’ বক্স অফিস কাঁপিয়েছিল। ২০১৯-এ আবার ফিরছে ড্রিম গার্ল। না, হেমা বা বলিউডের অন্য কোনও অভিনেত্রীর হাত ধরে নয়। ড্রিম গার্ল নাকি স্বয়ং আয়ুষ্মান খুরানা! সোমবার এই ছবির ট্রেলারটি প্রকাশ পাওয়ায় এমনটাই আভাস মিলেছে।

ট্রেলারে দেখা যাচ্ছে, কখনও শাড়ি পরে রামায়ণের সীতার চরিত্রেগ্রামের যাত্রাপালায় অভিনয় করছেন আয়ুষ্মান। আবার কখনও বা ‘পূজা’-র চরিত্রে দেখা যাচ্ছে ‘অন্ধাধুন’-এর এই অভিনেতাকে। শুধু কি তাই? মেয়েদের গলা হুবহু নকল করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। গোটা ট্রেলারটি হিউমার এলিমেন্টে ভরপুর। ডায়লগের কারসাজি, আয়ুষ্মানের তুখোড় অভিনয় মন কাড়বে আপনারও। ছবিটি পরিচালনা করেছেন রাজ শাণ্ডিল্য। অভিনয়ে আয়ুষ্মান ছাড়াও রয়েছেন ‘প্যায়ার কা পঞ্চনামা’ খ্যাত নুসরতবারুচা।

Advertisement

দেখুন ট্রেলার-

সেই ভিকি ডোনার-এর সময় থেকেই চরিত্র নিয়ে পরীক্ষা করতেই ভালবাসেন আয়ুষ্মান। এবারেও তাঁর চরিত্রটি যে একেবারে ভিন্ন স্বাদের হতে চলেছে ট্রেলারটি সে কথা জানান দিচ্ছে।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন: ঠাকুমা তেজি বচ্চনকে নিয়ে শ্বেতার নস্টালজিক টুইটে মুগ্ধ নেটিজেনরা

আরও পড়ুন:আমাকে ব্যক্তিগত ভাবে কতটুকু জানেন তিনি? অপর্ণার দিকে পাল্টা প্রশ্ন ছুড়লেন রাজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement