PM Narendra Modi

সঙ্ঘ সদরে আজ প্রধানমন্ত্রী

এ বার মোদী সরকারের ‘নাম্বার টু’ অমিত শাহ আরএসএসের প্রশংসা করে বললেন, আরএসএসের অবদান মাপার কোনও ব্যবস্থাই তৈরি হয়নি। এই অবদান মাপার কোনও পদ্ধতিও নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ০৯:৪৮
Share:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

মাস খানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচমকাই মরাঠি সাহিত্য সম্মেলনের মঞ্চে আরএসএসের অবদানের প্রশংসা করে তাঁর নিজের জীবনে সঙ্ঘের ভূমিকার কথা উল্লেখ করেছিলেন। বলেছিলেন, ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার যে কাজ আরএসএস করছে, তা নিয়ে গর্ব করতে হবে।

Advertisement

এ বার মোদী সরকারের ‘নাম্বার টু’ অমিত শাহ আরএসএসের প্রশংসা করে বললেন, আরএসএসের অবদান মাপার কোনও ব্যবস্থাই তৈরি হয়নি। এই অবদান মাপার কোনও পদ্ধতিও নেই। সমস্ত নাগরিককে সুনাগরিক তৈরি করা, দেশভক্ত করে তোলা, দেশের উন্নয়নে এর থেকে বড় অবদান হতেই পারে না। শুক্রবার রাতে একটি সাক্ষাৎকারে শাহের এই মন্তব্য আজ পীযূষ গয়ালের মতো বিজেপি নেতারা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রী মোদী রবিবার নাগপুরে আরএসএসের সদর দফতর রেশম বাগে হেডগেওয়ার স্মৃতি মন্দিরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম তাঁর রেশম বাগ সফর। সেখানে মোদীর সঙ্গে সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সাক্ষাৎ হবে। তার আগে প্রথমে মোদী, তার পরে শাহের মুখে আরএসএসের ঢালাও প্রশংসা দেশে গেরুয়া শিবিরে প্রশ্ন উঠেছে, দুই শীর্ষনেতা কি আসলে সঙ্ঘকে তুষ্ট করে বিজেপি সভাপতি পদে নিজের পছন্দের ব্যক্তির নামে ভাগবতের সিলমোহর আদায় করে নিতে চাইছেন? বিজেপি শিবিরের সকলেই মানছেন, জগৎপ্রকাশ নড্ডার পরে কে বিজেপি সভাপতি হবেন, তাতেই বোঝা যাবে, গেরুয়া শিবিরের লাগাম এখন কার হাতে। নরেন্দ্র মোদী না আরএসএস? প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর প্রথম বার আরএসএসের সদর দফতরে যাওয়াকে বিজেপি সভাপতি বাছাই নিয়ে তাঁর সঙ্ঘের সঙ্গে দৌত্যের চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। কারণ, বিজেপি সভাপতি হিসেবে নড্ডার মেয়াদ গত বছর জানুয়ারিতে শেষ হয়ে গেলেও নতুন বিজেপি সভাপতি কে হবেন, সেই সিদ্ধান্ত হয়নি। নড্ডার মেয়াদ বেড়ে চলেছে।

Advertisement

মোদী শেষ বার সঙ্ঘের সদর দফতরে গিয়েছিলেন ২০১৩-র জুলাই মাসে, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পরে। অটলবিহারী বাজপেয়ী ২০০৭ সালে রেশম বাগে গিয়েছিলেন। তবে তখন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়েছেন। মহারাষ্ট্রের কংগ্রেস পরিষদীয় দলনেতা বিজয় ওয়াডেট্টিওয়ার বলেন, ‘‘বারো বছর পরে মোদী আরএসএস সদর দফতরে যাচ্ছেন। মনে হচ্ছে, বিজেপি বুঝে গিয়েছে তারা আরএসএসের জন্যই নির্বাচনে জিতেছে। আরএসএস-ও দাবি করেছে, তাদের জন্যই বিজেপি নির্বাচনে জিতেছে।’’

শুক্রবারই সরকারি ভাবে প্রধানমন্ত্রীর নাগপুর সফর ঘোষণা হয়ে গিয়েছিল। আজ মোদী নিজে টুইট করে জানিয়েছেন, ‘‘রবিবার নাগপুরে পৌঁছে আমি স্মৃতি মন্দিরে যাব। তারপরে দীক্ষাভূমিতে। তার পরে নাগপুরে মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের শিলান্যাস করব।’’ আরএসএসের প্রথম সরসঙ্ঘচালক কেশব বলিরাম হেডগেওয়ারের স্মৃতিতে তাঁর উত্তরসূরি এম এস গোলওয়ালকর হেডগেওয়ার স্মৃতি মন্দির তৈরি করেছিলেন। পরে গোলওয়ালকরের স্মৃতি স্মারকও সেখানেই তৈরি হয়। গোলওয়ালকরের স্মৃতিতেই তৈরি হয়েছে মাধব নেত্রালয়। সেই অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগবত হাজির থাকবেন। তার পরে মোদী স্মৃতি মন্দিরে যাবেন। রবিবার ‘বিক্রম সম্বত’ বা হিন্দু নববর্ষের প্রথম দিন, যা মহারাষ্ট্রে গুড়ি পাড়ওয়া হিসেবে পালিত হয়। আরএসএসের শতবর্ষে হিন্দু নববর্ষের প্রথম দিনে ভাগবতের সঙ্গে মোদীর বৈঠক বিজেপি সভাপতি নিয়ে জট কাটাবে বলেই আশা করছে গেরুয়া শিবির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement