ট্রেলারের একটি দৃশ্য।
পঁচিশ বছর আগে ঠিক যে ভাবে খুন করা হয়েছিল ঠিক সেই ভাবেই শহরের খুন হয়ে গেল তিনটে পরপর। অথচ খুনি কে তা ধরতেই পারছেন না গোয়েন্দারা। সন্দেহ করা হচ্ছে ‘খোকা’ বলে এক সিরিয়াল কিলারকে। কিন্তু সে কি আদপে সিরিয়াল কিলার নাকি ভেতরে লুকিয়ে রয়েছে অন্য কোনও না দেখা গল্প, রহস্য? আবার সর্ষের মধ্যেই ভূত নেই তো? মানে পুলিশের ভেতরের কেউ এর পেছনে নেই তো?
সব প্রশ্নের উত্তর মিলবে কিছুদিন পরেই। দীর্ঘ আট বছর পর আরও উন্মোচিত হবে রহস্য, সামনে আসবে কিছু না জানা প্রশ্নের উত্তর। উত্তর মেলাবেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
রবিবারই মুক্তি পেয়েছে সৃজিতের পরবর্তী ছবি ২২ শে শ্রাবণের সিকুয়েল ‘দ্বিতীয় পুরুষ’। আর প্রকাশ পেতেই সেই ট্রেলার সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মনে। টানটান উত্তেজনায় ভরা ২ মিনিট ২২ সেকেন্ডের ট্রেলারটি যেন উত্তেজনার ওভারডোজ।অভিনয়ে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন এবং আবীর চট্টোপাধ্যায়। দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকেও। ট্রেলারের শুরুতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায় ভয়েসওভার বিস্মিত করতে বাধ্য।
আরও পড়ুন-মারা গেলেন মৌসুমি চট্টোপাধ্যায়ের মেয়ে পায়েল, শোকবার্তা বলিউডের
আরও পড়ুন-অভি-অ্যাশের বিয়েতে শত্রুঘ্ন, হেমা মালিনীকে আমন্ত্রণ জানাননি বচ্চন পরিবার, কেন জানেন?
দেখে নিন ট্রেলার
তবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দ্বিতীয় পুরুষ’এর সবচেয়ে বড় চমক ঋতব্রত মুখোপাধ্যায়। ঋতব্রতর লুক দেখলে অবাক হবেন আপনিও। ইতিমধ্যেই এক লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন সেই ট্রেলার।
সব কিছু ঠিক থাকলে পরের বছর ২৩ জানুয়ারী বড় পর্দায় মুক্তি পাবে সেই ছবি।
আরও পড়ুন-প্রেগন্যান্সির সাড়ে সাত মাস পর্যন্তও শুটিং করেছি: পায়েল
আরও পড়ুন-মারা গেলেন মৌসুমি চট্টোপাধ্যায়ের মেয়ে পায়েল, শোকবার্তা বলিউডের
(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)