চারু ও রাজীবের কাজিয়া বন্ধ হবে কবে? ছবি: সংগৃহীত।
নতুন করে সংবাদ শিরোনামে সুস্মিতা সেনের ভাই রাজবী সেন ও তাঁর প্রাক্তন স্ত্রী চারু আসোপা। বিচ্ছেদ হয়ে গিয়েও তাঁদের তরজা শেষ হচ্ছে না। সম্প্রতি অনলাইনে পোশাক বিক্রি করতে দেখা গিয়েছে চারুকে। আর্থিক অনটন তার উপর মেয়ে জিয়ানার দায়িত্ব, সে কারণেই মুম্বই ছেড়ে ফিরে যেতে হয়েছে বিকানেরে। তার পর থেকে চর্চা বেড়েছে সুস্মিতার ভাই রাজীবকে নিয়ে। সুস্মিতার ভাইয়ের দাবি, চারু যতটা দেখাচ্ছেন ততটা দরিদ্র তিনি নন। তিনি বলেন, “প্রমোদতরীতে ভ্রমণের সামর্থ্য রাখে চারু।” এমনকী এ-ও বলেন মানুষ হিসাবে তিনি সুবিধেবাদী ও ভণ্ড।
চারু মেয়েকে নিয়ে রাজস্থানে, এই খবর জেনে দিল্লি থেকে প্রাক্তন স্ত্রীকে ফোন করেছিলেন তিনি। মেয়েকে দেখতে চেয়েছিলেন। চারু নাকি তাতে উচ্চবাচ্য করেননি! অথচ সমাজমাধ্যমে, তাঁর শহরে রাজীবকে স্বাগত জানিয়েছেন তিনি। বিচ্ছেদের পর থেকেই মেয়েকে নাকি বাবার কাছে ঘেঁষতে দিচ্ছেন না তিনি। রাজবী সমাজমাধ্যমে পোস্ট দিয়ে আকারে-ইঙ্গিতে বোঝান চারু স্বার্থপর। তিনি এ-ও জানিয়েছেন, এ রকম মানুষদের মুখ তত ক্ষণই মিষ্টি যত ক্ষণ পর্যন্ত তাদের কার্যসিদ্ধি না হচ্ছে। এরা নিজের খেয়াল খুশি মতো অন্য মানুষদের সঙ্গে ব্যবহার করে। এ দিকে চারু নিজেই জানিয়েছিলেন বিকানেরে নিজের বাড়ি কিনছেন তিনি। সেটা জেনেই রাজীব বলেন, ‘‘যে লোন নিয়ে বাড়ি কেনে তার নিশ্চই অর্থিক সঙ্কট নেই।’’ পাল্টা চারু বলেন, ‘‘যারা ছোটবেলা থেকে কষ্ট দেখেনি তাঁর কী করে বুঝবে লোন নেওয়ার অর্থ।’’ উত্তর ও প্রতিউত্তরের পালা অব্যাহত চারু ও রাজীবের মধ্যে। এর অবসান কোথায় তা ভবিষ্যৎ বলবে।