Rituparno Ghosh

লকডাউনেই আসছে নতুন ছবি, কামব্যাক করছেন সেলিনা

পয়লা বৈশাখে এই ছবি মুক্তি পেতে চলছে জি ফাইভে। মুখ্য ভূমিকায় দেখা যাবে লিলেট দুবে এবং সেলিনা জেটলি। দীর্ঘ দিন পর কামব্যাক হচ্ছে সেলিনার। মূলত মা এবং মেয়ের সম্পর্কের নানা মোড় নিয়েই গল্প বলবে এই ছবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ২০:৫১
Share:

ছবির কলাকুশলীরা।

করোনার জেরে বন্ধ হয়েছে শুটিং পাড়া। ছবি মুক্তির রিলিজ ডেটও গিয়েছে পিছিয়ে। মানুষ গৃহবন্দি। এই রকম জটিল পরিস্থিতিতেও পরিচালক রামকমল মুখোপাধ্যায় নিয়ে আসছেন তাঁর নতুন ছবি ‘সিজন গ্রিটিংস’। ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানাতেই রামকমলের এই নিবেদন।

Advertisement

পয়লা বৈশাখে এই ছবি মুক্তি পেতে চলছে জি ফাইভে। মুখ্য ভূমিকায় দেখা যাবে লিলেট দুবে এবং সেলিনা জেটলি। দীর্ঘ দিন পর কামব্যাক হচ্ছে সেলিনার। মূলত মা এবং মেয়ের সম্পর্কের নানা মোড় নিয়েই গল্প বলবে এই ছবি।

রামকমলের প্রথম ছবি ‘কেকওয়াক’-এ কামব্যাক করেছিলেন এষা দেওল। এ বার ফিরছেন সেলিনা। উচ্ছ্বসিত তিনিও। দর্শকের যে এই ছবি মনে ধরবে সে কথা হলফ করে বলছেন অভিনেত্রী।

Advertisement

আরও পড়ুন- করোনা আতঙ্কের মাঝেই বয়ফ্রেন্ডের সঙ্গে সুইৎজারল্যান্ডে মোনালি কী করছেন?

আরও পড়ুন- কণিকা কপূরের ফ্ল্যাট-পাড়া কেন সিল হল না? প্রভাবশালী বলে? প্রশ্ন এলাকাতেই

এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শৈলেন্দ্র কুমার। অ্যাসরটেড মোশন পিকচার্স ও এসএসওয়ান এন্টারটেনমেন্টের যুগ্ম প্রযোজনায় নির্মিত এই ছবি। মাঝে আর তিনটি দিন।পয়লা বৈশাখ এল বলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement