World Environment Day

পরিবেশ রক্ষার আর্জি

শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বলিউডের সেলেবরা পরিবেশ রক্ষার আবেদন জানালেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২০ ০০:০১
Share:

কৃতী ও সোনাক্ষী

সাম্প্রতিক কিছু ঘটনা বুঝিয়ে দিয়েছে, প্রকৃতিকে অবহেলা করলে সে-ও আমাদের ছেড়ে কথা বলবে না। করোনাভাইরাস, ঘূর্ণিঝড় থেকে জলসঙ্কট... সব কিছু বোধহয় সে দিকেই ইঙ্গিত করছে। এমনটা মনে করছেন তারকারাও। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বলিউডের সেলেবরা পরিবেশ রক্ষার আবেদন জানালেন। কেউ জল বাঁচাতে বলছেন, কেউ প্লাস্টিক ব্যানের পক্ষে, কেউ বা গাছ লাগানোর আর্জি জানাচ্ছেন। ভূমি পেডনেকর যেমন হ্যাশট্যাগ ক্লাইমেটওয়রিয়র নামে একটি ক্যাম্পেন শুরু করেছেন। যেখানে আয়ুষ্মান খুরানা, অনুষ্কা শর্মা, অর্জুন কপূর, কার্তিক আরিয়ান, দিয়া মির্জ়ারা পরিবেশ সচেতনতা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। বায়োডাইভার্সিটি নিয়ে সচেতনতামূলক একটি ভিডিয়ো পোস্ট করেছেন অক্ষয়কুমার। সোনাক্ষী সিংহ, কৃতী শ্যানন, অজয় দেবগণ, আলিয়া ভট্ট তাঁদের ইনস্টাগ্রাম বার্তায় বুঝিয়ে দিয়েছেন পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা। আয়ুষ্মান যেমন বলছেন, ‘‘এই করোনার সময়ে আমরা বারবার হাত ধোয়ার কথা বলছি। সেটা করার পাশাপাশি এই খেয়ালটাও রাখতে হবে, যেন জলের অপচয় না হয়।’’ প্রকৃতির মাঝে নিজের একটি ছবি পোস্ট করে সোনাক্ষী লিখেছেন, ‘‘পরিবেশ আর আমরা একে অপরের পরিপূরক। নিজেদের জীবনযাত্রায় ছোটখাটো পরিবর্তন আনলেই কিন্তু আমরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement