জন্মদিনে স্মরণ আলি আকবরকে। ছবি: সংগৃহীত
আলি আকবর খানের জন্মের শতবর্ষ উদ্যাপনের সূচনা হল। বুধবার তাঁর ৯৯তম জন্মদিনে রানিকুঠিতে শিল্পীর বাড়িতে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। দিনভর স্মৃতিচারণ ও সঙ্গীতে পালন করা হয় শিল্পীর জন্মদিন। সেখানে উপস্থিত ছিলেন তেজেন্দ্রনারায়ণ মজুমদার, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বিক্রম ঘোষের মতো শিল্পীরা।
এ শহরের সঙ্গে ঐতিহাসিক যে সব শিল্পীর নাম যুক্ত, তাঁদের বাসভবন চিহ্নিত করা হচ্ছে একটি ধাতব ফলক দিয়ে। মূলত এক ক্লাবের উদ্যোগেই হচ্ছে এই কাজ। বুধবার শিল্পীর জন্মদিন উপলক্ষে তাঁর ঐতিহ্যবাহী বাড়িতেও আনুষ্ঠানিক ভাবে বসানো হয় সেই ফলক। তেজেন্দ্রনারায়ণবাবু জানান, আলি আকবরের ছাত্রেরা অনেকেই এই অনুষ্ঠানে যোগ দেন। তাঁদের সুরের মূর্ছনায় যেমন ভেসে আসে শিল্পীর স্মৃতি, তেমনই পুরনো গল্প ও নানা কথায় স্মরণ করা হয় তাঁকে। শিল্পীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের এই অনুষ্ঠানে পরিবারের তরফে উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলি আকবরের নাতি সিরাজ আলি খান।