Love Aaj Kal

সেন্সরের কাঁচি সারার ক্লিভেজ আর চুমুর ওপর...

নায়ক-নায়িকা নিজেদের 'আনড্রেস' করছেন এরকম দৃশ্যও বাদ গেল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৮
Share:

ছবি: ভিডিওগ্রাফ

আবার সেন্সরের কাঁচি! তাও আবার সারা আলি খান আর কার্তিক আরিয়ানের চুমুর দৃশ্যের ওপর। মুম্বইয়ের সংবাদসংস্থার খবর, পরিচালক ইমতিয়াজ আলির 'লাভ আজ কাল' ছবির এই দৃশ্যের উপর নিষেধাজ্ঞা জারি করল সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)।
এই নিষেধাজ্ঞায় কমিয়ে দেওয়া হল সারা কার্তিকের দীর্ঘ চুম্বন দৃশ্য। নায়ক-নায়িকা নিজেদের 'আনড্রেস' করছেন এরকম দৃশ্যও বাদ গেল। ছবিতে নানা সময় ব্যবহৃত যৌনতা সংক্রান্ত শব্দও বাদ দিয়ে ছবিকে প্রেক্ষাগৃহে আনার নির্দেশ দিয়েছে সিবিএফসি। অশালীন গালিগালাজ বাদ দিয়ে অন্য শব্দ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন:অর্জুনের ফ্যামিলি আছে, বাচ্চা আছে, ওর বউকে শুদ্ধু টেনে এনে...: মধুমিতা

'লাভ আজ কাল' ছবির এই দৃশ্যের উপর নিষেধাজ্ঞা জারি করল সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)।

Advertisement

এটুকুই নয়। সারার ক্লিভেজের দৃশ্যকেই আবছা (ব্লার) করে দেওয়ার নির্দেশ দিয়েছে এই বোর্ড।
২০০৯ সালে সইফ আলি খান ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে 'লভ আজ কাল' বানিয়েছিলেন ইমতিয়াজ। বড় পর্দায় ইতিমধ্যেই সেই ম্যাজিক তৈরি করতে পেরেছেন কার্তিক-সারা-ইমতিয়াজ। ভ্যালেন্টাইন ডে’তেই ছবি মুক্তির অপেক্ষায় বলিউড। এর মাঝেই সিবিএফসি-র কোপ পড়ল ছবির ওপর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement