Bollywood

Casting Director: প্রয়াত ‘লাঞ্চ বক্স’-এর কাস্টিং পরিচালক সেহের আলি লতিফ, শোকবার্তা বলিউড তারকাদের

৮ দিন আগে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ১২:০০
Share:

কাস্টিং পরিচালক সেহের আলি লতিফ

৪০-এর গোড়াতেই জীবনাবসান। বলিউডের অন্যতম ব্যস্ত কাস্টিং পরিচালক সেহের আলি লতিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সোমবার। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সেহের।

Advertisement

সেহেরের বন্ধু ও পরিচালক নীরজ উধ্বানি জানিয়েছেন, কিডনি কাজ করছিল না তাঁর। ৮ দিন আগে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। চিকিৎসা চলছিল সেহেরের। চিকিৎসক বলেছিলেন, কোনও সংক্রমণের কারণে কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু তিনি চিকিৎসায় সেরে উঠছিলেন বলে জানা গিয়েছিল। তাও শেষ রক্ষা হল না।

‘লাঞ্চ বক্স’, ‘দুর্গামতী’, ‘মসকা’, ‘ভাগ বিনি ভাগ’-এর মতো একাধিক জনপ্রিয় ছবি ও ওয়েবসিরিজের চরিত্রের জন্য শিল্পী নির্বাচন করেছেন সেহের। তাঁর মৃত্যুর খবর পেয়ে অনুরাগ কশ্যপ, রাজকুমার রাও, স্বরা ভাস্কর, নিমরত কৌর, হুমা কুরেশি, সানিয়া মলহোত্র, নোরা ফতেহি-সহ আরও একাধিক অভিনেত্রী, অভিনেতা, পরিচালক নেটমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement