কৃষ্ণকলি
করোনাভাইরাসের কবলে ছোট পর্দার বেশ কিছু কলাকুশলী। ‘কৃষ্ণকলি’র অশোক অর্থাৎ ভিভান ঘোষ, ‘কনে বউ’-এর মাহি অর্থাৎ নেহা আমনদীপ, ‘সিংহলগ্না’র মেকআপ শিল্পী দীপঙ্কর রায়, তিন জনেই করোনায় আক্রান্ত হয়েছেন সম্প্রতি। এ ছাড়া বিভিন্ন ধারাবাহিকে কর্মরত আরও ১১ জন কলাকুশলী করোনা পজ়িটিভ বলে শোনা গিয়েছে।
করোনাভাইরাসের ক্ষেত্রে উপসর্গহীন বহনকারীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। ভিভান, নেহা এবং দীপঙ্করও অ্যাসিমটোম্যাটিক। রিপোর্ট আসার আগে পর্যন্ত এঁরা শুটিংয়েও এসেছেন নিয়মিত। ভিভান বললেন, ‘‘১৩ নম্বর স্টুডিয়োতে ‘কৃষ্ণকলি’র শুটিং করি গত ২১ জুলাই। সে দিনই জ্বর আসায় কোভিড-১৯ টেস্ট করালে রির্পোট পজ়িটিভ আসে। পরের রির্পোট নেগেটিভ এলে শুটিংয়ে ফিরব।’’
একই ভাবে বিনা উপসর্গ নিয়েই কাজ করছিলেন ‘সিংহলগ্না’র মেকআপ শিল্পী দীপঙ্কর রায়, ‘‘গত ১৬ জুলাই জ্বর আসায় ওষুধ খাই। সেরে উঠে ফের ২০ জুলাই শুটিংয়ে ফিরি। কিন্তু গন্ধ ও খাবারে স্বাদ না পাওয়ায় সেই রাতেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করি।’’ টেস্ট রির্পোট পজ়িটিভ আসায় দীপঙ্করও গৃহবন্দি আপাতত। কিন্তু ইতিমধ্যেই তিনি মেকআপ করেছেন তনুকা চট্টোপাধ্যায়, কন্যাকুমারী চন্দ, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়দের।
নিরাপত্তার অভাবেই ধারাবাহিক ছেড়ে দিলেন ‘সিংহলগ্না’র কুন্তলা অর্থাৎ কন্যাকুমারী চন্দ। ‘‘দীপঙ্কর পজ়িটিভ হওয়ায় ওই পরিবেশে কাজ করা ঝুঁকি মনে হচ্ছে। বাড়িতে তিন বছরের মেয়ে ও শ্বশুর-শাশুড়ি রয়েছেন। প্রযোজনা সংস্থা এনওসি দেওয়ার পরে বিনা শর্তে দু’ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে আমায়,’’ বললেন কন্যাকুমারী।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, গত রবিবার অবধি শুটিং করেছেন ‘কনে বউ’-এর মাহি অর্থাৎ নেহা। তার দু’দিন পরে বুধবার তাঁর করোনা পজ়িটিভ হওয়ার খবর আসে। খবর পাওয়া মাত্র আজ শুক্রবার শুটিংয়ের ডেট বাতিল করেছেন ধারাবাহিকের আর এক অভিনেত্রী সোনালি চৌধুরী। তাঁর মতে, ‘‘গত রবিবার নেহার সঙ্গে শুটিং করেছি। শিগগিরই টেস্ট করে, রির্পোট নেগেটিভ এলে শুটিংয়ে ফিরব।’’
টেকনিশিয়ানদের অনেকেরই পজ়িটিভ হওয়ার যে খবর শোনা যাচ্ছে, তা কতটা সত্যি? ফেডারেশনের তরফে অপর্ণা ঘটক বললেন, ‘‘প্রোডাকশনের কাছে তালিকা চেয়েছি। আমরাও খবর নেওয়ার চেষ্টা করছি।’’
আগামী দিনে শিল্পীদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। কাজ হারানোর ভয়ে কি সাবধানতায় ফাঁক রয়ে যাচ্ছে টেলিপাড়ায়?
আরও পড়ুন: রেটিং বাড়া সত্ত্বেও কেন ইরাবতীর চুপকথা বন্ধ হল জানি না: মনামী