Mahesh Manjrekar

পরিচালক-অভিনেতা মহেশ মঞ্জরেকরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

জাতীয় পুরস্কারজয়ী পরিচালক, অভিনেতা মহেশ মাঞ্জরেকরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন কৈলাস সৎপুতে নামে এক ব্যক্তি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ২০:২১
Share:

মহেশ মঞ্জরেকর।

জাতীয় পুরস্কারজয়ী পরিচালক, অভিনেতা মহেশ মাঞ্জরেকরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন কৈলাস সৎপুতে নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, মহেশের গাড়ির সঙ্গে কৈলাসের গাড়ির ধাক্কা লাগার পর পরিচালক তাঁকে চড় মারেন এবং হেনস্থা করেন বলে অভিযোগ করেছেন কৈলাস।

ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে পুনে-সোলাপুর হাইওয়ের কাছে যবৎ গ্রামে। কৈলাসের দাবি, মহেশ হঠাৎ ব্রেক কষার কারণেই তাঁর গাড়ি পিছন থেকে পরিচালকের গাড়িতে ধাক্কা মারে। এর পরেই মহেশ গাড়ি থেকে বেরিয়ে আসেন এবং তাঁদের দু’জনের মধ্যে তর্ক শুরু হয়। বাগ্‌বিতণ্ডার মাঝেই মহেশ তাঁকে চর মারেন বলে অভিযোগ।

কৈলাসের এই বয়ানের উপর ভিত্তি করে যবৎ পুলিশ মহেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

বেশ কিছু মরাঠি ছবি-সহ ‘বাস্তব’, ‘অস্তিত্ব’-এর মতো বিখ্যাত ছবিও পরিচালনা করেছেন মহেশ । এ ছাড়াও বলিউডের অসংখ্য ছবিতে অভিনয় করেছেন মহেশ।

Advertisement

আরও পড়ুন: ২০ বছর পর স্ত্রী টুইঙ্কলকে নিয়ে খোলা মেলা মতামত অক্ষয় কুমারের

আরও পড়ুন: ‘আজ তুমি আমার’, কাকে বললেন দিশা?​

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement