Brahmastra

২৫ দিনে ৪২৫ কোটি টাকা! বিশ্বের এক নম্বর হিন্দি ছবি হয়ে দেখিয়ে দিল রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’

‘ব্রহ্মাস্ত্র’র বক্স অফিস পরিসংখ্যান রীতিমতো উদাহরণ হয়ে উঠেছে এই বাজারে। বলিউডের ভরাডুবির মাঝেও এটিকে বছরের সফলতম হিন্দি ছবি বলে চিহ্নিত করতে চাইছেন বিশেষজ্ঞরা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২২ ১২:৫৭
Share:

‘ব্রহ্মাস্ত্র’-কে এ কালের সফলতম ছবি বলে চিহ্নিত করতে চাইছেন বিশেষজ্ঞরা।

মাঠে নেমে এখনও গোল দিচ্ছে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’। তিন পর্বের বরাদ্দ মোট বাজেটের অর্ধেকের বেশি একাই তুলে এনেছে ‘পার্ট ওয়ান-শিবা’। ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সে ছবির বক্স অফিস পরিসংখ্যান রীতিমতো উদাহরণ হয়ে উঠেছে এই বাজারে। বলিউডের ভরাডুবির মাঝেও ভেসে ওঠা রণবীর কপূর এবং আলিয়া ভট্ট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’-কে এ কালের সফলতম ছবি বলে চিহ্নিত করতে চাইছেন বিশেষজ্ঞরা।

Advertisement

উৎসবের আমেজে খুশির খবর ভাগ করে নিয়েছেন বলিউডের বাঙালি পরিচালক অয়নও। নেটমাধ্যমে পোস্ট করে জানালেন, গত ২৫ দিনে ‘ব্রহ্মাস্ত্র’র ঝুলিতে এসেছে ৪২৫ কোটি টাকা! সেই পোস্টেই আরও এক তথ্য দিয়েছেন দর্শকের জন্য, লিখলেন ‘বিশ্ব জুড়ে বছরের সেরা হিন্দি ছবি’। এর পর অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে শারদ-শুভেচ্ছা বর্ষণ করেছেন অয়ন।

পুরাণ আর ফ্যান্টাসির মিশেলে ‘ব্রহ্মাস্ত্র’ অতিপ্রাকৃত শক্তির জয়গান গেয়েছে। সেখানে শিব নামক এক অতিপ্রাকৃত শক্তিধর যুবকের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কপূর। অগ্নি-অস্ত্রের অধিকারী শিব। আগুনে তার ক্ষয় নেই। শিবের প্রেমিকার নাম ঈশা। সে সাধারণ মানুষ। যার ভূমিকায় রয়েছেন আলিয়া ভট্ট। এ ছাড়াও রয়েছেন নাগার্জুন, মৌনী রায়।

Advertisement

মুক্তির আগে বেশ মাস ধরে নেটমাধ্যমে বেশ কিছু মানুষকে ‘হ্যাশট্যাগ বয়কট ব্রহ্মাস্ত্র’ লিখতে দেখা গিয়েছিল। রণবীর হিন্দু ধর্মের অনুভূতিতে আঘাত করেছেন বলে খেপে উঠেছিলেন কেউ কেউ। এ ছবিকেও বয়কটের ডাক দিয়েছিলেন বিপুল সংখ্যক দর্শক। তবে অয়নকে আশ্বস্ত করেছিলেন প্রযোজক করণ জোহর। কিছুতেই সৎ কাজ বিফলে যায় না। নিশ্চিত ভাবে বলেছিলেন, অয়নের সাধনার ধন সফল হবেই। তবে এত দূর সাফল্য তিনিও কি আশা করেছিলেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement