Entertainment News

ব্র্যাডলি-ইরিনা সম্পর্কে ভাঙন! নেপথ্যে কে?

২০১৫ থেকে ডেট করতেন ব্র্যাডলি এবং ইরিনা। তাঁদের এক মেয়ে রয়েছে, লিয়া। সূত্রের খবর, ব্র্যাডলি এবং ইরিনা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তবে মেয়ের জন্য যেটা ভাল হয়, সেই পথেই এগোবেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০১৯ ১৪:১৮
Share:

ব্র্যাডলি এবং ইরিনা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

ব্র্যাডলি কুপার এবং ইরিনা শায়েক। চার বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হল এই জুটির।

Advertisement

২০১৫ থেকে ডেট করতেন ব্র্যাডলি এবং ইরিনা। তাঁদের এক মেয়ে রয়েছে, লিয়া। সূত্রের খবর, ব্র্যাডলি এবং ইরিনা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তবে মেয়ের জন্য যেটা ভাল হয়, সেই পথেই এগোবেন তাঁরা।

এর আগে এক সাক্ষাত্কারে ব্র্যাডলি বলেছিলেন, ‘‘সন্তান, পরিবার আমার জীবনটা বদলে দিয়েছিল। এর স্বপ্নই দেখতাম।’’ তা হলে সেই সম্পর্কে ভাঙন ধরল কেন?

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

হলিউডে জল্পনা, ব্র্যাডলি যখন পরিচালনায় এলেন, তৈরি করলেন ‘আ স্টার ইজ বর্ন’— তখন থেকেই নাকি ব্র্যাডলির সঙ্গে ওই ছবির অভিনেত্রী লেডি গাগার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ইরিনার সঙ্গে সম্পর্কে ভাঙন শুরু হয়। কিছু দিন আগে এক সঙ্গে স্টেজ শো-ও করেছেন গাগা এবং কুপার। তার পর থেকেই নাকি তাঁদের সম্পর্ক নিয়ে সোশ্যাল ওয়ালেও আলোচনা শুরু হয়।

আরও পড়ুন, কপিলের চেহারা জিনগত ভাবেই আলাদা, অনুকরণ করা কঠিন: রণবীর

যদিও ব্র্যাডলি-ইরিনা সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। কিন্তু খুব তাড়াতাড়িই তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত প্রকাশ্যে জানাবেন বলে খবর।

আরও পড়ুন, বিয়ের আগে জয়াকে নিয়ে লন্ডন যেতে দেননি বাবা, স্মৃতিমেদুর অমিতাভ

এর আগে ২০০৭-এ অভিনেত্রী জেনিফার এসপোসিটোকে বিয়ে করেন কুপার। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর রেনে জেলওয়েগার, জোয় সালডানা, মডেল সুকি ওয়াটারহাউজের সঙ্গে ডেট করেছিলেন অভিনেতা। অন্যদিকে পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই নাকি কুপারের প্রেমে পড়েন ইরিনা।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement