(বাঁদিকে) মহম্মদ সিরাজ। প্রিয়াঙ্কা ভট্টাচার্য (ডান দিকে)। ছবি: ফেসবুক।
শনিবার অন্যান্যদের মতোই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ভারত জেতার পর ইনস্টাগ্রামে একের পর এক স্টোরিও দেন অভিনেত্রী। কিন্তু তখনও জানতেন না তাঁর দেওয়া সব স্টোরিগুলি দেখবেন বিশ্বকাপ জয়ী দলের সদস্য মহম্মদ সিরাজ।
গত এক বছর ধরে মুম্বইয়ে কাজ করছেন প্রিয়াঙ্কা। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার জন্য বন্ধুদের সঙ্গে একটি মাল্টিপ্লেক্সে হাজির হয়েছিলেন তিনি। প্রিয়ঙ্কার কথায়, ‘‘খেলার শেষ পর্যায়ে আমি তখন মা কালীকে মনে মনে ডাকা শুরু করেছি। ভারত জেতার পর মাল্টিপ্লেক্সের মধ্যেই সকলের সঙ্গে আমরা উদ্যাপনে মাতি।’’
প্রিয়াঙ্কা জানালেন, তার পর তিনি ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে নিজের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। সেখানে সিরাজ় ছাড়াও বেশ কয়েক জন ক্রিকেটারকে তিনি ট্যাগ করেন। প্রিয়াঙ্কা বললেন, ‘‘তার পর বেশ কিছু স্টোরিও দিয়েছিলাম। সেখানে কাউকে ট্যাগ করিনি।’’
খেলা শেষ হওয়ার পর নিজের বাড়িতে ফিরে প্রিয়ঙ্কা দেখেন, তাঁর প্রতিটি স্টোরি দেখেছেন সিরাজ। প্রিয়াঙ্কা বললেন, ‘‘ট্যাগ করলে নোটিফিকেশন যায়। কিন্তু তিনি যে আমার প্রোফাইলে এসে প্রত্যেকটা স্টোরি দেখবেন, সেটা ভাবতেও পারিনি।’’ প্রমাণ স্বরূপ একটি স্ক্রিনশটও অভিনেত্রী অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ভারতীয় দল জেতার পর প্রত্যেকেই ব্যস্ত ছিলেন। সমাজমাধ্যমে আলাদা করে ক্রিকেটারদের বিভিন্ন মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছিল। সিরাজ় যে তার মধ্যে আলাদা করে প্রিয়াঙ্কার স্টোরিগুলি দেখেছেন, তা জেনে উচ্ছ্বসিত অভিনেত্রী। বললেন, ‘‘অকল্পনীয় ঘটনা। তাছাড়া এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি। আমি খুব খুশি। ওঁর ভবিষ্যৎ কেরিয়ারের জন্য আমার তরফে শুভেচ্ছা।’’