Sushant Singh Rajput

‘কেন? কেন?’ আক্ষেপ বলিউডে, শোকবার্তা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীরও

টুইটারে অভিনেতা রীতেশ দেশমুখের প্রতিক্রিয়া, ‘‘মর্মাহত এবং বাক্যহারা। সুশান্ত সিংহ রাজপুত আর নেই।’’

Advertisement

মুম্বই

সংবাদসংস্থা: শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ১৯:৩২
Share:

নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান ও দিশা পাটানি।

রবিবার দুপুরে খবরটা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ল শোকবার্তার স্রোত। বলিউডের বন্ধু আর পরিচিতেরা তো রয়েছেনই, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন টলিউডের শিল্পীরাও। শোক প্রকাশে সামিল প্রধানমন্ত্রীও।

Advertisement

টুইটারে অভিনেতা রীতেশ দেশমুখের প্রতিক্রিয়া, ‘‘মর্মাহত এবং বাক্যহারা। সুশান্ত সিংহ রাজপুত আর নেই।’’ পরিচালক অনুরাগ কাশ্যপের মন্তব্য, ‘‘এখনও বিশ্বাস হচ্ছে না, সুশান্ত নেই।’’ অভিনেতা বিবেক ওবেরয়ের টুইট, ‘‘কিছু বলার ভাষা নেই। খুবই বিয়োগান্তক এবং মর্মান্তিক। আমরা সকলে গভীরভাবে তোমার শূন্যতা অনুভব করব। পরিবার ও প্রিয়জনদের সমবেদনা জানাচ্ছি। ওঁর আত্মার শান্তি কামনা করি।’’ অনুপম খেরের হিন্দি টুইট, "আমার প্রিয় সুশান্ত সিং রাজপুত... শেষ পর্যন্ত কেন? কেন?"

অভিনেতা শাহরুখ খানের টুইট, ‘‘ওকে খুব মিস করব। আমাকে বেশ পছন্দ করত। ওর প্রাণশক্তি আর হাসি রয়ে যাবে স্মৃতিতে।’’ অক্ষয় কুমারের কথায়, ‘‘খবরটা শোনার পরে আর কথা বলার মতো মানসিক অবস্থা নেই। শুধু মনে পড়ছে, ছিছোড়ে দেখে বন্ধু সাজিদকে বলেছিলাম, ‘আমি যদি ওখানে অভিনয় করার সুযোগ পেতাম। সত্যিই ও প্রতিভাধর অভিনেতা।’’

Advertisement

আরও পড়ুন: তারা দেখা ছিল নেশা, মেধাবী ছাত্র, ইঞ্জিনিয়ারিং ছাড়েন অভিনয়ের টানে​

সঞ্জয় দত্ত লিখেছেন, "খবরটা শুনে কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। ওঁর পরিবারকে সমবেদনা জানাই।" একই প্রতিক্রিয়া ফ্যাশন ফটোগ্রাফার ডাব্বু রত্নানিরও। অভিনেতা এবং সাংসদ দেবের প্রতিক্রিয়া, "শেষের ছবিতে (ছিছোড়ে) উনি আত্মহত্যা না করার এবং লড়াই থেকে পিছু না-হটার বার্তা দিয়েছিলেন। আর তারপর এই! রিল এবং রিয়েল লাইফ… পরিহাস… অনেক আগে চলে গেলে... শান্তিতে থেকো।"

অভিনেত্রী দিশা পাটনি তাঁর টুইটে কোনও শব্দ ব্যবহার করেননি, পোস্ট করেছেন একটা ভগ্নহৃদয়ের ইমোজি।

আরও পড়ুন: কীসের অবসাদ? সম্পর্ক? না কি কেরিয়ার? সুশান্তের মৃত্যু রহস্যেই​

সুশান্তের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি তাঁর টুইটে লিখেছেন, ‘‘বিনোদন জগতে তাঁর উত্থান অনেককে প্রেরণা যুগিয়েছিল।’’ বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৈয়দ শাহনওয়াজ হুসেন লিখেছেন, ‘‘সত্যিই মর্মান্তিক খবর। তরুণ বয়সেই অভিনেতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন।’’ বাবুল সুপ্রিয়ের প্রতিক্রিয়া, ‘‘মর্মান্তিক, রহস্যজনক, হৃদয়বিদারক। জীবনের কেন এমন পরিণতি ডেকে আনল, তা নিয়ে গভীর পর্যালোচনার প্রয়োজন।’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েট টুইট, ‘সুশান্ত সিংহ রাজপুতের মতো একজন প্রতিভারধরের মৃত্যুর দুর্ভাগ্যজনক খবর শুনে আমি স্তম্ভিত। ওঁর পরিবার, বন্ধু এবং ভক্তদের আমার সমবেদনা জানাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement