Bonny Sengupta

‘কবে দেখা পাব তোর?’ বর্ষশেষে বনি-কৌশানির বিরহ

সুরিন্দর ফিল্মস প্রযোজিত পরিচালক সুজিত মণ্ডলের নতুন ছবি ‘তুমি আসবে বলে’-তে অভিনয় করেছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ২২:১৫
Share:

বনি সেনগুপ্ত ও অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়

বছরের শেষ দিনে ফের বনি-কৌশানির প্রেমের ঝলক পর্দায়। তবে এ বারে তাঁদের প্রেমে বিরহের সুর। না না, বাস্তবে অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় প্রেমে বিরহর কোনও আভাস নেই। এ তো শুধু অভিনয়।

Advertisement

ফের বড় পর্দায় বাস্তবের হিট জুটি। বনি-কৌশানি। সুরিন্দর ফিল্মস প্রযোজিত পরিচালক সুজিত মণ্ডলের নতুন ছবি ‘তুমি আসবে বলে’-তে অভিনয় করেছেন তাঁরা। আগামী ২২ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই ছবি। বছরের শেষ দিন তারই একটি গান প্রকাশ পেল।

‘কবে দেখা পাব তোর’ গানটি গেয়েছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় প্রকাশ পেল নায়ক-নায়িকার বিরহ। ভালবাসার মানুষকে কাছে না পাওয়ার যন্ত্রণা। প্রেমের আমেজ ফুটিয়ে তুলতে বড় ভূমিকা পালন করেছে বেনারসের ঘাট ও গঙ্গা।

Advertisement

টলিপাড়ার খবর, ২০২১-এ বিয়ে করার কথা ছিল বনি ও কৌশানির। তবে সেপ্টেম্বর মাসে বনি সেনগুপ্ত আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছিলেন, করোনার আবহে তাঁদের বিয়ে পিছিয়েছে। বনি ও কৌশানি ২০২২-এর আগে বিয়ে নিয়ে ভাবছেন না। এখন তাঁদের লক্ষ্য অভিনয়। আরও কাজ করতে হবে তাঁদের।

আরও পড়ুন: ‘আর ঠকিয়ো না’ কার কাছে আর্জি জানালেন মিমি?

আরও পড়ুন: বছর শেষের রাতে টাইগার আসছে ঘরে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement