Janhvi Kapoor

জাহ্নবীর প্রেমিক শিখরকে কি আদৌ পছন্দ বাবা বনি কপূরের?

শিখরের সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করেই ফেলেছেন জাহ্নবী। এ বার মেয়ের প্রেমিককে নিয়ে মুখ খুললেন বাবা বনি কপূর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৪ ১৮:৪৮
Share:

(বাঁ দিকে) শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী কপূ্র, বনি কপূর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিন ধরে চেনা-জানা দু’জনের। তবে জাহ্নবী কপূ্রের বলি-অভিষেকের সময় খানিক আলাগা হয়ে গিয়েছিল তাঁদের বাঁধন। শ্রীদেবীর মৃত্যুর পর ফের শিখর পাহাড়িয়ার কাছাকাছি আসেন তিনি। একটা সময় আড়ালে-আবডালে লুকিয়ে চলছিল প্রেম। তবে গত বছরের শুরু থেকে যেন সাহসী হয়ে উঠেছেন জাহ্নবী। তিরুপতির মন্দির দর্শন হোক কিংবা মণীশ মলহোত্রর বাড়ির দীপাবলির পার্টি— সর্বত্র একসঙ্গে তাঁরা। এ বার ‘কফি উইথ কর্ণ’-এ এসে শিখরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা স্বীকার করেই ফেললেন জাহ্নবী। সম্প্রতি জাহ্নবীর প্রেমিককে নিয়ে মুখ খুললেন বাবা বনি কপূর।

Advertisement

বনি জানান, একটা সময় জাহ্নবীর সঙ্গে সম্পর্ক আলগা হলেও কপূর পরিবারের সঙ্গে কখনওই যোগাযোগ ছিন্ন করেননি শিখর। শুধু তা-ই নয়, বনির সঙ্গে বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এসেছেন।

শিখরের প্রশংসায় পঞ্চমুখ বনি বললেন, ‘‘বছর কয়েক আগে জাহ্নবীর সঙ্গে ওর যখন যোগাযোগ আলগা হয়ে যায়, তখনও আমাদের দু’জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।’’ এর পর বনি আরও বলেন, ‘‘আমি শুরু থেকেই জানতাম, শিখর কখনওই জাহ্নবীর প্রাক্তন হতে পারে না। ও সবসময় পাশে থাকার ছেলে। দুঃসময়ে গোটা কপূর পরিবারের পাশে দাঁড়িয়েছে শিখর। কঠিন সময়ে নিজের সাধ্যমতো আমাদের পাশে থেকেছে। তা সে জাহ্নবীর হোক বা আমার, কিংবা অর্জুনের। আমাদের সকলকে সঙ্গ দিয়েছে। আমরা ভাগ্যবান, ওকে আমাদের জীবনে পেয়েছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement