Bollywood

Bollywood: একই হাসপাতালে ভর্তি দিলীপ কুমার ও অর্জুনের বোন, কন্যার অসুস্থতা সম্পর্কে জানালেন বনি

হাসপাতালের বাইরে কপূর পরিবারের সদস্যদের দেখা গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ১৭:০০
Share:

জাহ্নবী, অর্জুন, অংশুলা এবং খুশি

অসুস্থ অর্জুন কপূরের বোন, অংশুলা কপূর। ভর্তি করাতে হয় মু্ম্বইয়ের হিন্দুজা হাসপাতালে। যেখানে ভর্তি আছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। যদিও মঙ্গলবার সকালে অভিনেতা বনি কপূর জানিয়েছেন, তাঁর কন্যা অংশুলা সুস্থ হয়ে বা়ড়ি ফিরে গিয়েছেন।

Advertisement

দিলীপের কারণে হিন্দুজা হাসপাতালের বাইরে সাংবাদিকদের ভিড় গত রবিবার থেকে। তাঁদের ক্যামেরাতেই হাসপাতালের বাইরে কপূর পরিবারের সদস্যদের দেখা গিয়েছে। অংশুলার সৎ বোন জাহ্নবী এবং খুশি কপূর গিয়েছিলেন হাসপাতালে। তার পর থেকেই প্রশ্ন তৈরি হয়। উত্তর মিলেছে কপূর পরিবারের ঘনিষ্ঠ সূত্রের কাছ থেকে। জানা গিয়েছে, অর্জুনের বোন অংশুলার শরীরে রক্তচাপ ও সুগারের মাত্রার হেরফের হয়েছিল। তাই চিকিৎসা চলছিল।

‘ফ্যানকাইন্ড’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার অংশুলা। করোনা পরিস্থিতিতে মানুষের সাহায্যে বার বার এগিয়ে গিয়েছেন এই তারকা-কন্যা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement