মিলেছে আরমানের মাদক-যোগের প্রমাণ
গত অগস্ট মাসে মাদক মামলায় গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেতা এবং প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী আরমান কোহলী। আরমানের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
সম্প্রতি খারিজ হয়ে গেল আরমানের জামিনের আবেদন। বম্বে হাই কোর্টের বিচারপতি নীতিন সাম্ব্রে জানিয়েছেন, মাদক মামলা হলেও শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবং প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর জামিন পাওয়ার সঙ্গে এটি তুলনীয় নয়। তিনটি মামলাকে এক সুতোয় বাঁধাও উচিত নয়। কারণ, কোহলীর ক্ষেত্রে মাদক-যোগের প্রমাণ মিলেছে।
আদালতের বক্তব্য, আরমানের বিরুদ্ধে মাদক সংক্রান্ত যথেষ্ট প্রমাণ রয়েছে। আরমানের সহ-অভিযুক্ত এক নাইজিরীয় এবং অভিনেতার হোয়াটসঅ্যাপ বার্তা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের রসিদ, ইত্যাদি ইঙ্গিত করছে যে, আরমান সরাসরি মাদক ব্যবহারের সঙ্গে যুক্ত। আরিয়ান বা রিয়ার ক্ষেত্রে যা ঘটেনি। ফলে তাঁদের জামিন পাওয়ার সঙ্গে আরমানের বিষয়টি তুলনীয় নয়।
আরমানের আইনজীবীর যুক্তি, তাঁর মক্কেলের কাছ থেকে খুবই অল্প পরিমাণে মাদক পাওয়া গিয়েছে। তাই তাঁর প্রশ্ন, কেন জামিন দেওয়া হবে না বলি অভিনেতাকে? জামিনের আবেদন খারিজের রায়ে বিচারপতি জানিয়েছেন, কোহলীর বিরুদ্ধে প্রামাণ্য নথি পাওয়া গিয়েছে যা এনডিপিএস আইনের ২৭এ, ২৮, ২৯ ধারায় অপরাধ।