Sushant Singh Rajput

আবেদন খারিজ

রিয়ার বিরুদ্ধে সুশান্তের পরিবার যে সব অভিযোগ এনেছে, তার মধ্যে আর্থিক অসঙ্গতির কথাও রয়েছে। শোনা যাচ্ছে, এই ঘটনার তদন্তের ভার এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২০ ০০:০০
Share:

সুশান্ত

সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলায় আবেদন করা হয়েছিল যে, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্ত সিবিআই-এর হাতে দেওয়া হোক। তবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সে আবেদন খারিজ করে, বম্বে হাইকোর্টে এই মামলা নিয়ে আপিল করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি মুম্বই সরকারও সিবিআই তদন্তের বিরুদ্ধে। ফলে তদন্তভার এখনই অন্তত সিবিআই-এর হাতে যাওয়ার আশা নেই। অন্য দিকে সুশান্তের বাবা কে কে সিংহর দায়ের করা এফআইআর-এর প্রেক্ষিতে রিয়া চক্রবর্তী সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন যে, মামলার তদন্ত যেন মুম্বইয়ে হয়। সেই আবেদন সুপ্রিম কোর্ট যাতে গ্রাহ্য না করে, তার জন্য বৃহস্পতিবার আগাম একটি আবেদন করা হয়েছে সুশান্তের পরিবারের পক্ষ থেকে।

Advertisement

রিয়ার বিরুদ্ধে সুশান্তের পরিবার যে সব অভিযোগ এনেছে, তার মধ্যে আর্থিক অসঙ্গতির কথাও রয়েছে। শোনা যাচ্ছে, এই ঘটনার তদন্তের ভার এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে। সুশান্তের মৃত্যুকে ঘিরে নানা রকম জল্পনা চলছেই। এর মধ্যে শোনা যায়, অঙ্কিতা নাকি বিহার পুলিশকে দেওয়া তাঁর বয়ানে বলেছেন, রিয়াকে নিয়ে খুশি ছিলেন না সুশান্ত। রিয়া এবং তাঁর মায়ের বিরুদ্ধে অনেক কথাই অঙ্কিতাকে জানিয়েছিলেন অভিনেতা। ২০১৯ সালে ‘মণিকর্ণিকা’ রিলিজ়ের সময়েই নাকি অঙ্কিতার সঙ্গে যোগাযোগ করেছিলেন সুশান্ত। তবে অঙ্কিতা জানিয়েছেন, বিহার পুলিশ তঁাকে জিজ্ঞাসাবাদ করেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement