Bollywood Update

অবশেষে জল্পনার অবসান! কোন তারকার সঙ্গে বলিউডে পা রাখছেন এনটিআর জুনিয়র?

‘আরআরআর’-এর মাধ্যমে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন ইতিমধ্যেই। এ বার দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডের দিকে পা বাড়াচ্ছেন জনপ্রিয় অভিনেতা এনটিআর জুনিয়র।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ১৬:৫৯
Share:

খুব শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন ‘আরআরআর’ তারকা এনটিআর জুনিয়র। ছবি: সংগৃহীত।

গত কয়েক বছরে ভারতীয় বিনোদনে আধিপত্য কায়েম করেছে দক্ষিণী ছবি। বক্স অফিসে সাফল্য পেয়েছে একের পর এক দক্ষিণী ছবি। পাশাপাশি, দক্ষিণী কলাকুশলীরাও জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। আজকাল বলিউড অভিনেতাদের চেয়ে দক্ষিণী তারকাদের সঙ্গে কাজ করার দিকেই বেশি ঝুঁকছেন বলিউডের ছবি নির্মাতারা। এমন দক্ষিণী তারকাদের তালিকায় প্রথমের দিকে নাম ‘আরআরআর’ খ্যাত অভিনেতা এনটিআর জুনিয়র। আগেই খবর মিলেছিল, খুব শীঘ্রই নাকি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেতা। দিন কয়েক আগে সেই দিকেই ইঙ্গিত করেছিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। এ বার সরাসরি সত্যিটা স্বীকার করে নিলেন হৃতিক। তাঁর সঙ্গেই ‘ওয়ার ২’ ছবিতে বলিউডে অভিষেক হতে চলেছে এনটিআর জুনিয়রের।

Advertisement

সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হৃতিক জানান, ‘ওয়ার ২’ ছবি নিয়ে তিনি খুব উৎসাহিত। ‘বিক্রম বেধা’, ‘ফাইটার’-এর মতো অ্যাকশন ছবিতে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন হৃতিক। অন্য দিকে, ‘আরআরআর’-এর মতো ছবির সৌজন্যে বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছে এনটিআর জুনিয়রের কাজ। দুই অভিনেতাকে এক ফ্রেমে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। দিন কয়েক আগে এনটিআর জুনিয়রের জন্মদিনে সমাজমাধ্যমের পাতায় তাঁকে শুভেচ্ছাও জানান হৃতিক রোশন। একটি টুইটে হৃতিক লেখেন, ‘‘শুভ জন্মদিন! আজকের দিনটা তোমার আনন্দে কাটুক, আর গোটা বছর ভরে থাকুক অ্যাকশনে। তোমার জন্য যুদ্ধভূমিতে অপেক্ষা করছি, বন্ধু। দেখা হবে!’’ হৃতিকের এই শুভেচ্ছাবার্তা থেকেই স্পষ্ট হয়ে যায়, আগামিদিনে ‘যুদ্ধভূমি’তে এক সঙ্গে দেখা যেতে চলেছে দুই তারকাকে।

আগেই খবর মিলেছিল, ‘ওয়ার ২’ ছবিতে হৃতিকের বিপরীতে খলনায়কের চরিত্রের জন্য ভাবা হচ্ছে এনটিআর জুনিয়রকে। যদিও সেই খবরে সিলমোহর দেননি ছবির নির্মাতা বা কলাকুশলী কেউই। তবে শোনা যাচ্ছে শীঘ্রই ছবির জন্য শুটিং শুরু করতে চলেছেন দক্ষিণী তারকা। এ দিকে ‘ওয়ার’ ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম ছবি সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করলেও দ্বিতীয় ছবির পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’ খ্যাত পরিচালক অয়ন মুখোপাধ্যায়। অন্য দিকে, ‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ‘ফাইটার’ ছবিতে কাজ করছেন হৃতিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement