Arijit Singh

মাঝরাস্তায় অরিজিতের গাড়িকে ধাওয়া অনুরাগীর, কেন মেজাজ হারালেন শান্ত স্বভাবের গায়ক?

সাধারণত অনুরাগীদের সঙ্গে মিষ্টি ব্যবহারের জন্যই নামডাক আছে অরিজিৎ সিংহের। তবে এ বার এক ভক্তের কাণ্ড দেখে রেগে লাল ‘চলেয়া’-র গায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ১৭:৫৬
Share:

অরিজিৎ সিংহ। ছবি: সংগৃহীত।

দেশের অন্যতম জনপ্রিয় গায়ক তিনি। শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় তাঁর খ্যাতি, নিজের প্রতিভা ও যোগ্যতার জোরে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন গায়ক অরিজিৎ সিংহ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে তিনি। কর্মসূত্রে থাকেন মুম্বইয়ে। অনুষ্ঠানের জন্য যেতে হয় দেশ-বিদেশের বিভিন্ন জায়গায়। গত কয়েক বছরে নিজের মেধা ও পরিশ্রমের সৌজন্যে খ্যাতির শিখরে পৌঁছেছেন তিনি। পাল্লা দিয়ে বেড়েছে তাঁর অনুরাগীর সংখ্যাও। সাধারণত অনুরাগীরা তাঁকে ঘিরে ধরলে তাঁদের সঙ্গে হাসিমুখেই কথা বলেন অরিজিৎ। সই থেকে নিজস্বী, তাঁদের সব আবদারও তিনি মেটান ধৈর্য ধরে। গায়কের সেই ভাবমূর্তি দেখেই অভ্যস্ত নেটাগরিকরা। তবে সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা গেল, এক অনুরাগীর উপর বেশ চটে গেলেন অরিজিৎ। কেন?

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তার মাঝখান দিয়ে বাইকে চড়ে অরিজিতের গাড়ি ধাওয়া করছেন কয়েক জন অনুরাগী। তাঁদের লক্ষ্য, গায়কের সঙ্গে ছবি তোলা। ধাওয়া করতে করতে অরিজিতের গাড়িকে ধরেও ফেললেন তাঁরা। গাড়িতে সামনের দিকে চালকের পাশের আসনে বসেছিলেন অরি়জিৎ। অনুরাগীরা গাড়ির কাচে এসে টোকা মারতে জানলার কাচও নামান তিনি। তার পরেই অরিজিতের প্রথম প্রশ্ন, ‘‘কত বার হর্ন বাজিয়েছ জানো? কাকে এ ভাবে বিরক্ত করছ? আমাকে না অন্য লোককে? আমার সঙ্গে দেখা করার ইচ্ছা বলে তুমি অন্যদের উপর এ ভাবে অত্যাচার করছ?’’ অরিজিতের প্রশ্নের মুখে প্রায় নিরুত্তর অনুরাগীরা।

রেগে গেলেও অনুরাগীদের ফিরিয়ে দেননি অরিজিৎ। গায়কের সঙ্গে ছবি তোলার ইচ্ছা ছিল তাঁদের। অরিজিৎ তাঁদের বলেন, ‘‘ছবি তুলবে তো? ছবি তোলার জন্যই তো এত কিছু করা! ছবি তোলো। কিন্তু এ ভাবে হর্ন বাজাবে না।’’ এই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হতেই অরিজিতের শাসনের প্রশংসা করেছেন নেটাগরিকরা। তাঁদের মতে, ‘‘বিরক্ত হলেও কারও সঙ্গে দুর্ব্যবহার না করে শিক্ষা দিতে এক মাত্র অরিজিৎই পারেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement