জিবরান খান।
চিনতে পারছেন? না পারারই কথা। সেই ছোট্ট মিষ্টি কৃশ এখন হ্যান্ডসাম হাঙ্ক। কর্ণ জোহরের ‘মাল্টিস্টারার’ ছবি ‘কভি খুশি কভি গম’-এ শাহরুখের ছেলে কৃশ। ১৯ বছর পেরিয়ে গিয়েছে এর পর। এতগুলো বছর পর কৃশকে দেখে সকলেই যে চমকে যাবেন, তাতে আর আশ্চর্য কী।
আসল নাম জিবরান খান। তাঁর বাবা ফিরোজ খান। যিনি ‘অর্জুন’ নামেই বিখ্যাত। বিআর চোপড়া পরিচালিত ‘মহাভারত’ ধারাবাহিকে তিনি অর্জুনের চরিত্রে অভিনয় করতেন। এমনই বিখ্যাত হয়ে গিয়েছিলেন যে কাজের জায়গাতেও নিজের নাম বদলে ‘অর্জুন’ করে দেন তিনি।
একটি বিশেষ দৃশ্যের জন্য বলিউড দর্শকের কাছে ছোট্ট কৃশ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। স্কুলের স্টেজে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার দৃশ্য। কৃশের সঙ্গে গলা মিলিয়ে ‘জন গণ মন’ গাইতে গাইতে উঠে দাঁড়ান কাজল, শাহরুখ, হৃতিক, করিনা। হাততালি দিয়ে ওঠেন শ্বেতাঙ্গরা। এমনকি তাঁরা দাঁড়িয়েও ওঠেন।
A post shared by Jibraan Khan (@jibraan.khan)
A post shared by Jibraan Khan (@jibraan.khan)
সেই কৃশ এখন অডিশন দিচ্ছেন বিভিন্ন ছবির জন্য। ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায় দেড় লক্ষ ফলোয়ার জিবরানের। তাঁর ‘হট’ ও ‘ড্যাশিং’ ছবি দেখে মুগ্ধ নেটাগরিকরা। মুম্বইয়ের এক সংবাদসংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানালেন, সম্প্রতি অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছেন। স্বজনপোষণের প্রশ্ন ওঠার আগেই তিনি স্পষ্ট করে দিলেন যে, বাবার কাছ থেকে কোনও সাহায্য তিনি চাননি। নিজের দক্ষতায় যদি ভাল কোনও ছবিতে অভিনয় করার সুযোগ পান, তিনি করবেন।
আরও পড়ুন: করোনায় প্রয়াত মাত্র ৩৪ বছরের এই টেলি অভিনেত্রী
আরও পড়ুন: বেবো ফিরছেন মুম্বইয়ে, রোদে ভেজা ছবি পোস্ট করে বিদায় পাহাড়কে