অবসাদ গ্রাস করেছিল অভিনেতাকে। ফাইল চিত্র।
বলিপাড়ার চর্চিত পরিচালকদের মধ্যে অন্যতম হলেন অনুরাগ কাশ্যপ। রোল ক্যামেরা, লাইট, অ্যাকশন— এর মধ্যেই আবদ্ধ তাঁর জীবন। বিপুল জনপ্রিয়তাও পেয়েছেন। কিন্তু বাইরে থেকে দেখে অনেকেরই মনে হয়, যাঁদের জীবনে এত খ্যাতি এত ঐশ্বর্য তাঁদের জীবনে ঝড় আসতেই পারে না। এই ধারণা যে সম্পূর্ণ ভুল সে কথাই এবারে এক সাক্ষাৎকারে ভাগ করে নিলেন অনুরাগ।
অবসাদ, চরম অবসাদ। লকডাউনে সাধারণ মানুষের অনেকেই এই অবস্থার মুখোমুখি হয়েছেন। এই অবসাদ গ্রাস করেছিল অনুরাগকেও। তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে আটকে যায় তাঁর ছবি ‘অলমোস্ট প্যায়ার উইথ ডিজে মহব্বত।’ সেই একই সময় ওটিটতে এসেছিল অ্যান্থোলজি সিরিজ ‘দ্য ঘোস্ট স্টোরিজ’। এই সিরিজে অনুরাগ পরিচালিত ‘তাণ্ডব’ ছবিটিও দর্শকের মোটে মনে ধরেনি। ফলে এত প্রত্যাখ্যান এবং ছবি বন্ধের কারণে রীতিমতো মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। শারীরিক ভাবেও ক্ষতিগ্রস্ত হন তিনি। হৃদ্রোগেও আক্রান্ত হয়েছিলেন অনুরাগ।
সেই অবসাদ অবশ্য অনুরাগকে আটকে রাখতে পারেনি। তার পরই ‘দোবারা’ ছবির পরিকল্পনা করে ফেলেন। শুধু তাই নয় পরিচালকের মেয়ে আলিয়াকেও নাকি একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তবে আপাতত পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। ‘অলমোস্ট প্যায়ার উইথ ডিজে মহব্বত’ ছবির মুক্তির তোড়জোড় শুরু করে দিয়েছেন অনুরাগ।