Saif Ali Khan Attacked

করিনার বাড়িতে হামলার পর হিরের ঘড়ি পরতে ভয় উর্বশীর, কী লিখলেন প্রিয়ঙ্কা, অর্জুন, রণবীরেরা?

পটৌদী পরিবারের ‘ছোটে নবাব’-এর শরীরে ছ’টি আঘাত, এলোপাথাড়ি ছুরির কোপ। কী বলেছেন বলিউডের তারকারা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৪:২৬
Share:

করিনা-সইফের বিপদের দিনে কী বলেছেন বলি তারকারা? গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বলিউড তারকা সইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতীর হামলা। ছুরি দিয়ে কোপ মারা হয় অভিনেতাকে। বৃহস্পতিবার সকালে এমন খবর প্রকাশ্যে আসতেই যেন আলোড়ন পড়ে যায়। তারকার বাড়িতে ঢুকে হামলা বেশ বিরল। ভোরবেলায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সইফ আলি খানকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয় একটি অটোরিকশায়। পটৌদী পরিবারের ‘ছোটে নবাব’-এর শরীরে ছ’টি আঘাত, এলোপাথাড়ি ছুরির কোপ। তার মধ্যে দু’টি গুরুতর। বান্দ্রার অভিজাত আবাসনে কী ভাবে ঘটল এই ঘটনা, তার তদন্তে মুম্বই পুলিশ। এই ঘটনার পর ত্রস্ত বলি তারকারা। বান্দ্রা এলাকাতেই অধিকাংশ তারকার বাস। বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন তাঁরা। কারও দাবি, আর সুরক্ষিত নেই বান্দ্রা এলাকা। যদিও করিনার এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন প্রায় সকলেই। কোন তারকা কী লিখলেন করিনার উদ্দেশে?

Advertisement

শুক্রবার ধরা পড়েছে সেই দুষ্কৃতী। হাসপাতালের সামনে ভিড় সংবাদমাধ্যমের। এই ঘটনার পর তাঁদের পরিবার নিয়ে ভুয়ো খবরে কান দিতে বারণ করেন করিনা। তেমনই অনুরোধ করেন এই সময়ে তাঁদের পরিবারকে নিরাপত্তাজনিত কারণে একা ছেড়ে দিতে। করিনার এই বিবৃতির নীচে সুদূর লস অ্যাঞ্জেলেস থেকে প্রিয়ঙ্কা লেখেন, ‘‘অনেক ভালবাসা পাঠাচ্ছি।’’ অর্জুন কপূর এমন সময় অনুরোধ করেন, ‘‘ করিনা যা বলেছেন, তা শুধু পড়ে রেখে দেবেন না। সকলে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন।’’ রণবীর সিংহ লেখেন, ‘‘ প্রার্থনা করছি তোমাদের জন্য।’’ সইফের বাড়ির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রবীনা ট্যান্ডন। বান্দ্রা এলাকার সুরক্ষা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সুর উর্বশী রাউতেলার কণ্ঠেও। তিনি এই ঘটনার পর থেকে হিরে বসানো রোলেক্সের ঘড়ি পরতে ভয় পাচ্ছেন বলে জানান। সইফের একদা সহ-অভিনেত্রী অমিশা পটেল বলেন, ‘‘সইফ খুব সাহসী মানুষ। ওর দ্রুত আরোগ্য কামনা করছি।’’ এই মুহূর্তে দুই ছেলেকে নিয়ে দিদি করিশ্মার বাড়িতে আছেন করিনা। জ্ঞান ফিরেছে সইফের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement