গনেশ চতুর্থীতে মাতল গোটা মহারাষ্ট্র। ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে ধুমধামের সঙ্গে পালিত হল বিনায়ক চতুর্থী উৎসব। শুধুমাত্র মহারাষ্ট্রেই নয়, তেলঙ্গানা, কর্নাটক, গোয়ায় এই উৎসব পালিত হয়। তামিলনাড়ুতে এর নাম পিলায়ার, কেরলে লম্বুধারা পিরানালু। ইতিহাস ঘাটলে দেখা যায় শিবাজি খুব বড় করে এই পুজো করতেন। পরে বাল গঙ্গাধর তিলকের সময় বেশ জনপ্রিয় হয় এই উত্সব। ক্রমশ এই উৎসব বিশাল আকার নিয়েছে। গণেশ বন্দনায় মেতে ওঠেন মহারাষ্ট্রের আবাল-বৃদ্ধ-বণিতা। সারা বছরেরে ইমেজ ভেঙে সাধারণ ভক্তের মতো বিনায়কের পুজোতে মাতেন বি-টাউনের তাবড় সেলেবরা। এক নজরে দেখে নিন গণেশ বন্দনায় মাতোয়ারা সেলেবদের।
ছবি সৌজন্যে: এএফপি ও ইনস্টাগ্রাম।
আরও পড়ুন: গণেশ চতুর্থী স্পেশ্যাল এই মিষ্টিগুলো চেখে দেখতে চান?