বিজয়িনীর মাথায় মুকুট তুলে দিচ্ছেন অভিনেত্রী সুস্মিতা সেন
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর মঞ্চে বিশেষ অতিথির আসন উজ্জ্বল করতে বৃহস্পতিবারই ঢাকা পাড়ি দিয়েছিলেন সুস্মিতা সেন। মুম্বই বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা মন জিতেছিল তাঁর। ঢাকাতেও মিলল অঢেল ভালবাসা।
ওই অনুষ্ঠানের বিজয়ী শিরিন শিলার মাথায় হিরেখচিত বহুমূল্য মুকুট পরিয়ে তাঁকে ফ্যাশন জগতে স্বাগত জানালেন ১৯৯৪-এর মিস ইউনিভার্স সুস্মিতা। এত বড় সম্মান পেয়ে আপ্লুত শিলা। উচ্ছ্বসিত সুস্মিতাও।
ইনস্টাগ্রামে শিলার ভবিষ্যতের উদ্দেশে শুভ কামনা জানিয়ে পোস্টও করেছেন সুস। লিখেছেন, ‘শিরিনই প্রথম বাংলাদেশি যিনি প্রথম বার মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের হয়ে অংশ নেবেন। এই ইতিহাসের সাক্ষী হতে পেরে আমি গর্বিত।’’
A post shared by Sushmita Sen (@sushmitasen47) on
আরও পড়ুন: ‘বিয়ে কবে?’ প্রশ্নের উত্তরে আলিয়া বললেন...
এ বছরের শেষেই অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’-এর অনুষ্ঠান। সেই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি শিরিন। বাংলাদেশে নিজেকে সেরা প্রমাণ করলেন বৃহস্পতিবারই, এখন প্রচেষ্টা বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্ব প্রমাণ।
আরও পড়ুন: দু’দশকের বেশি পুরনো ‘ত্রিকোণ সম্পর্কের’ ছবি শেয়ার করলেন নস্টালজিক নীনা
অন্য দিকে, লাল রঙের পোশাকে সুস্মিতা যেন এখনও আগেরই মতো মোহময়ী। তাঁর হালকা হাসি এখনও ভক্তহৃদয়ে হিল্লোল তুলতে বাধ্য। শিরিনের হাতে তুলে দিলেন পুরস্কার। ফিরে গেলেন কি ২৫ বছর আগের সেই ফেলে আসা দিনে, যে দিন তাঁর ঝুলিতে যোগ হয়েছিল বিশ্বসুন্দরীর খেতাব!
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম