শিল্পা শেট্টি। শিল্পার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বর্ণবিদ্বেষের শিকার শিল্পা শেঠি। সিডনি বিমানবন্দরে অস্ট্রেলিয়ার একটি বিমান সংস্থার কর্মীর বিরুদ্ধে বর্ণ বৈষম্যের অভিযোগ আনেন শিল্পা। শুধুমাত্র ত্বকের রঙের কারণেই তাঁর সঙ্গে ওই কর্মী দুর্ব্যবহার করেন, অভিযোগ এমনটাই। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।
২০০৭ সালে ইংল্যান্ডের রিয়্যালিটি শো সেলিব্রিটি ‘বিগ ব্রাদার’-এ যোগ দিতে গিয়েও শিল্পাকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়। যদিও সেই শোয়ে জয়ী হয়েছিলেন এই বলিউড অভিনেত্রী।
শিল্পা জানান, সিডনি থেকে মেলবোর্ন যাওয়ার পথে ঘটনাটি ঘটে। সিডনি বিমানবন্দরে চেক ইনের সময় মেল নামে এক মহিলা কর্মচারী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। শিল্পা প্রতিবাদ জানালে তিনি বলেন, ‘‘ এ রকম ত্বকের রঙের লোকের সঙ্গে এমন ব্যবহারই করতে হয়।’’
কেন প্রেগন্যান্সির খবর বলিনি জানেন? মুখ খুললেন নেহা…
শিল্পা জানান, তাঁর কাছে দুটো ব্যাগ ছিল। একটি অর্ধেক খালি একটি ব্যাগ দেখিয়ে ওই মহিলা বলেন, সেটায় নিয়মের থেকে বেশি জিনিস ভরা হয়েছে। এরপর শিল্পা সেই ব্যাগটি নিয়ে অতিরিক্ত ওজনের জন্য বরাদ্দ কাউন্টারে যান। সেখানকার কর্মী বলেন, ব্যাগে মোটেই বেশি জিনিস নেই, তিনি তা নিয়ে যেতে পারেন।
A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty) on
এর পর ফের শিল্পা ওই কর্মীর কাছে গিয়ে তাঁর ব্যাগকে ছাড়পত্র দেওয়ার অনুরোধ করায় ওই কর্মী বলেন, ব্যাগের ভার অতিরিক্ত নয়। তবে তিনি কোনওরকম সহযোগিতা করবেন না। শিল্পার কাছে সময় না থাকায় ফের অতিরিক্ত ওজনের কাউন্টারে যান তিনি। আবারও তাঁকে বলা হয়, তাঁর ব্যাগের ভার অতিরিক্ত নয়, তিনি তা নিয়ে যেতে পারেন। এরপর তিনি মেল নামে ওই কর্মীর আচরণের বিষয়ে সেখানে জানালে ব্যাগটি ছেড়ে দেওয়া হয় কাউন্টার থেকে। শিল্পা তাঁর পোস্টে লিখেছেন, সংশ্লিষ্ট বিমানসংস্থাকে এ ব্যাপারে সচেতন করতে চান তিনি। যাতে তারা কর্মীদের যাত্রী পরিষেবার ব্যাপারে আর একটু সহনশীল হওয়ার শিক্ষা দিতে পারে। ত্বকের রঙের ভিত্তিতে বৈষম্য করা অন্যায়।
আরও পড়ুন: আমির খানের শুধু বাড়িই রয়েছে ২৫টা! জানতেন!
শিল্পা লেখেন, সংস্থার জানা উচিত, অসংবেদনশীলতা ও দুর্ব্যবহার কখনওই বরদাস্ত করা হবে না। পোস্টে নিজের ব্যাগের ছবিও শেয়ার করেছেন তিনি।
রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা - বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।