Bhumi Pednekar on women safety

‘বোনের ফিরতে রাত হলে চিন্তা হয়, ভারতীয় মহিলা হিসেবে ভয় করে’, হঠাৎ কেন শঙ্কিত ভূমি?

শুধু বিনোদন জগৎ নয়। বিনোদন জগতের বাইরেও মহিলাদের নিরাপত্তা নিয়ে চিন্তায় তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৬
Share:

ভারতে নিরাপদ বোধ করছেন না ভূমি? ছবি: সংগৃহীত।

ভারতে বসবাসকারী মহিলা হিসেবে নিরাপত্তাহীনতায় ভোগেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানালেন ভূমি পেডনেকর। মহিলাদের উপর ঘটে চলা অত্যাচার নিয়েও মুখ খোলেন তিনি। হেমা কমিটির রিপোর্ট নিয়েও কথা বলেন ভূমি। তবে শুধু বিনোদন জগৎ নয়। বিনোদন জগতের বাইরেও মহিলাদের নিরাপত্তা নিয়ে চিন্তায় তিনি।

Advertisement

এমনকি নিজের পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তিত ভূমি। তিনি বলেন, “ভারতের এক মহিলা হিসেবে আমার সত্যিই ভয় করে। শুধু বিনোদন জগতের কথাই বলছি না। আমার তুতো বোন আমার সঙ্গেই মুম্বইয়ে থাকে। ভয় করে যখন ওর বাড়ি ফিরতে ফিরতে রাত ১১টা বেজে যায়। খুব চিন্তা হয়।”

গত অগস্ট মাসে প্রকাশিত হয়েছিল হেমা কমিটির রিপোর্ট। মলায়লম চলচ্চিত্র জগতে মহিলাদের উপর হওয়া যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসে এই রিপোর্টের মাধ্যমে। এই প্রসঙ্গে ভূমি বলেছেন, “ভারতের একটি অঞ্চলের চলচ্চিত্র জগতেই কেবল আইনসম্মত ভাবে এই নিয়মগুলি মেনে চলা হয়েছে। রিপোর্টের মাধ্যমে সাংঘাতিক ও নির্মম কিছু ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে।”

Advertisement

প্রায়ই সংবাদমাধ্যমের শীর্ষে মহিলাদের উপরে অত্যাচারের ঘটনা দেখতে দেখতেও ক্লান্ত বলে জানান ভূমি। সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রীর ছবি ‘মেরে হাজ়ব্যান্ড কি বিবি’। এই ছবিতে রয়েছেন অর্জুন কপূর ও রকুল প্রীতও। ছবি যদিও বক্স অফিসে এখনও সেই ভাবে সাড়া ফেলতে পারেনি বলে জানা যাচ্ছে।

আগামী দিনেও ভূমির হাতে রয়েছে বেশ কিছু কাজ। এই প্রথম ওয়েব সিরিজ়ে অভিনয় করবেন তিনি। ওয়েব সিরিজ়ের নাম ‘দলদল’। এই ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement