Maha Kumbh 2025

মহাকুম্ভে সাধিকার বেশে তমন্না! পবিত্র স্থানে নতুন সফরের সূচনা অভিনেত্রীর

এ বার মহাকুম্ভে গেলেন তমন্না ভাটিয়া। এক নতুন সফরের উদ্দেশ্য নিয়েই মহাসম্মেলনে যোগ দিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২১
Share:
Actress Tamannaah Bhatia launched her upcoming film Odela 2’s teaser at Maha Kumbh

মহাকুম্ভে তমন্না। ছবি: সংগৃহীত।

প্রতি দিন কোটি কোটি মানুষ ভিড় করছেন মহাকুম্ভে। শিবরাত্রিতে সমাপ্তি এই মহাসমাগমের। তাই সময় থাকতে থাকতে সকলেই পুণ্যের আশায় ছুটে যাচ্ছেন মহাকুম্ভে। বাদ নেই তারকারাও। একে একে তাঁরাও ভিড় করছেন। এ বার মহাকুম্ভে গেলেন তমন্না ভাটিয়া। এক নতুন সফরের উদ্দেশ্য নিয়েই যোগ দিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

প্রয়াগরাজের ত্রিবেণি সঙ্গমে গিয়ে ইতিমধ্যেই বহু তারকা পুণ্যস্নান করেছেন। মিলিন্দ সোমন থেকে ভিকি কৌশল, বিজয় দেবেরাকোন্ডা, নিমরত কৌর, হেমা মালিনী, এষা গুপ্ত-সহ আরও অনেকে। তবে পুণ্যস্নানে যোগ দিতে দেখা যায়নি তমন্নাকে। তিনি গিয়েছিলেন তাঁর ছবি ‘ওডেলা ২’র ঝলক প্রকাশের জন্য। ছবির গোটা দল নিয়েই মহাকুম্ভে পৌঁছেছিলেন তমন্না। কলাকুশলীদের দলের তরফ থেকেই সমাজমাধ্যমে কুম্ভ ভ্রমণের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। সেই ছবির সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, “প্রয়াগরাজের মহাকুম্ভে ‘ওডেলা ২’-এর ঝলক প্রকাশ হল। সত্যিই পবিত্র সূচনা।”

‘ওডেলা ২’ ছবির ঝলকেও তমন্নাকে সাধিকার বেশে দেখা গিয়েছে। গেরুয়া ও খয়েরি রঙের পোশাকের সঙ্গে রুদ্রাক্ষের মালা। কপালে মহাদেবের তিলক। চোখ বুঝে সাধিকার বেশে হেঁটে চলেছেন তিনি। ছবির প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে তেলুগু ভাষায় বক্তব্য রাখেন তমন্না। মহাকুম্ভে এসে ছবির ঝলক প্রকাশ্যে আনায় নিজেকে ‘সৌভাগ্যবতী’ বলে মন্তব্য করেন তিনি।

Advertisement
কুম্ভে তমন্না।

কুম্ভে তমন্না। ছবি: সংগৃহীত।

‘ওডেলা রেলওয়ে স্টেশন’ মূলত একটি ক্রাইম থ্রিলার ছিল। তার সিক্যুয়েল ‘ওডেলা ২’-ও একই ধারার ছবি বলে জানা যাচ্ছে। ঝলকে তমন্নাকে দেখে ইতিমধ্যেই মুগ্ধ তাঁর অনুরাগীরা।

তমন্নাকে শেষ দেখা গিয়েছে ‘সিকন্দর কা মুকদ্দর’ ছবিতে। এর আগে ‘বেদা’ ছবিতেও নজর কেড়েছিলেন তিনি। তবে গত বছর ‘স্ত্রী ২’ ছবিতে তাঁর ‘আজ কি রাত’ গানের সঙ্গে নাচ বিশেষ সাড়া ফেলেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement