Kunal Khemu on Saif Ali Khan's incident

‘সইফের উপরই প্রথম নয়, এর আগেও দুষ্কৃতী হামলা হয়েছে’, সত্য ফাঁস করলেন ভগিনীপতি কুণাল

এই সব ঘটনা ঘটতেই থাকবে। তাই নিজেদের সতর্ক থাকতে হবে বলে মনে করেন কুণাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৭
Share:
Bollywood actor Kunal Khemu revealed that 12 years back a robber tried to break in Soha Ali Khan’s hous

সইফের ঘটনা নিয়ে কী বললেন কুণাল। ছবি: সংগৃহীত।

সইফ আলি খানের উপর হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছিলেন মুম্বইয়ের বাসিন্দারা। মধ্যরাতে বিলাসবহুল বহুতলে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। বাধা দিতে গেলে সইফকে ছুরিকাঘাতে রক্তাক্ত করেছিলেন তিনি। ১২ বছর আগে প্রায় একই রকম ঘটনা ঘটেছিল সোহা আলি খানের বাড়িতে। সেই পুরনো ঘটনা অতীত খুঁড়ে বার করলেন কুণাল খেমু।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে কুণাল বলেছেন, “দুর্ভাগ্যবশত, ১২ বছর আগে আমি এমনই একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। সোহার বাড়িতে এক দুষ্কৃতী ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন। আমি তখন উপস্থিত ছিলাম সেখানে। সেটাও ডাকাতির ঘটনাই ছিল। তবে সৌভাগ্যবশত আমার সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছিল। ধরে ফেলেছিলাম সেই দুষ্কৃতীকে। তার পরে থানায় নিয়ে গিয়েছিলাম।”

এই ঘটনা ২০১১ সালের। তখন সম্পর্কে ছিলেন সোহা ও কুণাল। মুম্বইয়ের খার এলাকায় সোহার ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছিল। ভোরের দিকে হঠাৎই এক অচেনা কণ্ঠ শুনতে পান যুগল। তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে গিয়ে কুণাল দেখেন, এক দুষ্কৃতী বাড়িতে ঢোকার চেষ্টা করছেন। কুণালকে দেখতে পেয়ে সেই দুষ্কৃতী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু টাল সামলাতে না পেরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে নীচে নেমে পড়েন কুণাল। ধরে ফেলেন সেই দুষ্কৃতীকে। তাকে থানায় নিয়ে যান।

Advertisement

এই সব ঘটনা ঘটতেই থাকবে। তাই নিজেদের সতর্ক থাকতে হবে বলে মনে করেন কুণাল। তাঁর কথায়, “আমাদেরই সাবধানে থাকতে হবে। আমরা বলে দিতে পারি না, আমাদের শহরে খুব নিরাপদ, সোনার গয়না পরে রাস্তায় শুয়ে থাকলেও কিছু হবে না! তাই সব রকম ভাবে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। কিন্তু তার মানে কি এই যে আমি বলব, এই শহরে আমি নিরাপদে নেই? সেটাও আমি বলছি না। আমি এখনও মনে করি, বাস করার জন্য মুম্বই শহর অন্যতম সেরা। এই ধরনের ঘটনা সর্বত্র ঘটে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement